জাতীয় প্রেস দিবসের শুভেচ্ছা জানিয়ে জাভেদকরের টুইট

0
49
নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ 
National Press Day | newsfront.co
প্রতীকী চিত্র
আজ জাতীয় প্রেস দিবস। ভারতের প্রেস কাউন্সিল থেকে আজকের দিনটিকে মুক্ত এবং দায়িত্বশীল প্রেসের প্রতীকী দিবস হিসেবে ধরা হয়েছে কারণ এই দিনটিতেই প্রথম ঠিক হয় যে, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া নৈতিক প্রহরী হিসাবে কাজ করবে এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে নিজেকে নিশ্চিত করবে।

ইতিমধ্যেই তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভেদকর টুইটারে জাতীয় প্রেস দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। নিজের টুইট বার্তায় তিনি বলেছেন, প্রেস স্বাধীনতা একটি প্রাণবন্ত গণতন্ত্রের মূলমন্ত্র। এই সরকার সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করে।

তিনি আরও জানিয়েছেন, মিডিয়া সমালোচনা করতে পারে তবে তাদের ‘ফেক নিউজ’ থেকে জনগণকে রক্ষা করা উচিত।  ভুল তথ্য দেওয়া ও ভুল তথ্য সংগ্রহ থেকে বিরত থাকতে হবে। তাঁর মতে, প্রতিটি স্বাধীনতার নৈতিকতা রয়েছে। জরুরি অবস্থার সময় কংগ্রেসও গণমাধ্যমের স্বাধীনতাকে পদদলিত করেছিল। এটাও কাম্য নয়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here