শ্যামল রায়, পূর্বস্থলীঃ
বুধবার সকাল বেলায় পশ্চিমবঙ্গ তথ্য-সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কালনা মহকুমার পূর্বস্থলী এক নম্বর ব্লকের শ্রীরামপুর গ্রামে লোক সংস্কৃতি চর্চা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে।
এদিন লোক সংস্কৃতি চর্চা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথ।
এছাড়াও উপস্থিত ছিলেন এ দিন লোকসংস্কৃতি ও কৃষি মেলা কমিটির সভাপতি ডঃ বিভাস বিশ্বাস পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ অফিসার নীতিশ বালা ,পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, জেলা পরিষদের সদস্য ও অধ্যক্ষ দেবাশীষ নাগ, পঞ্চায়েত সমিতির পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ পরিমল দেবনাথ, পঞ্চায়েত প্রধান আজিজুন্নেসা খাতুন সহ অনেকে।
আরও পড়ুনঃ দুয়ারে শীত, উষ্ণতা বাড়তে ব্যস্ততা লেপ কারিগরদের
জানা গিয়েছে যে এই লোক সংস্কৃতি চর্চা কেন্দ্রটি তৈরি করতে অর্থ বরাদ্দ হয়েছে ২৬লক্ষ ২৯ হাজার ৯৩২ টাকা।
মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এখানে লোকসংস্কৃতি চর্চা কেন্দ্রের কথা আমি জানিয়েছিলাম তিনি সম্মতি জানিয়েছেন এবং আজ কাজ বাস্তবায়িত হতে চলেছে। আমাদের সরকার লোক সংস্কৃতির উপর গুরুত্ব আরোপ করেছেন বলেই এই ধরনের কাজ করতে আমরা পারছি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584