পিয়ালী দাস,বীরভূমঃ
পাঁচে পাঁচ হয়ে গিয়েছে।বাকি সাঁইতিরিশ আসনেও জিতবে তৃণমূল।নলহাটির ভোট প্রচারের মঞ্চে দাঁড়িয়ে দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন, “ইতিমধ্যে দুটি দফা হয়ে গিয়েছে।আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি দার্জিলিং রায়গঞ্জ।তৃণমূল কংগ্রেস পাঁচে পাঁচ।
সাঁইতিরিশটা বাকি আছে। এখন লড়াই হচ্ছে সাঁইতিরিশে সাঁইতিরিশ।প্রথম দফায় কোমর ভেঙেছি, দ্বিতীয় দফায় হাত ভেঙেছি।তৃতীয় দফায় পা ভাঙব। চতুর্থ দফায় ঘার ভাঙব। পঞ্চম দফায় মাজা ভাঙব।আরে শেষ দফায় বলো হরি হরিবোল।
আরও পড়ুনঃ পশ্চিম মেদিনীপুরে অভিষেকের সভার প্রস্তুতি
ভারতীয় জনতা পার্টিকে খাটে তোল বলে রাজনীতি থেকে নরেন্দ্র মোদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিদায় দেবেন। এই অহংকার, এই অলংকার আজকের জনসভা থেকে রেখে যেতে চাইছি।
আপনার একটি ভোট নরেন্দ্র মোদির দাম্ভিকতা অহংকার, মানুষকে মানুষ না ভাবা। সেই রাজনৈতিক দলের কোমর মাজা ভেঙে দিয়েছি”।
গত দুটি লোকসভা ভোটের তুলনায় এবারের ভোটের তাতপর্য বোঝাতে গিয়ে অভিষেক বলেন,”২০১৪ সালে আমরা লড়াই করেছিলাম সাম্প্রদায়িক বিজেপি, দুর্নীতিগ্রস্ত কংগ্রেস এবং হার্মাদ সিপিএমের বিরুদ্ধে। আজকের লড়াইটা সারা ভারবর্ষের মাটিতে শুধুমাত্র দুটি ব্যক্তির লড়াই।দুটি মতাদর্শের লড়াই।একটি সাম্প্রদায়িক বিজেপির মোদি অপরদিকে বাংলার অগ্নিকন্যা দিদি।কোন দিকে কোন অঙ্ক মিলবেনা।
আমি বীরভূমের মাটিতে দাঁড়িয়ে বলছি এটা বীর যোদ্ধাদের মাটি, তৃণমূলের মাটি, মমতা বন্দোপাধ্যায়ের ঘাঁটি। ২৯ তারিখ মা বোনরা ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটটা এমনভাবে দিতে হবে বাংলাকে লাঞ্চনা বঞ্চনা উপেক্ষিত করে যে নরেন্দ্র মোদি রেখেছে সেই মোদি সরকারের মাজা আমাদের ভেঙে দিতে হবে।বোতাম টিপবেন এখানে আর কোমর ভাঙবে ওখানে”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584