নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ শুক্রবার শুধুমাত্র স্বাস্থ্যকর্মীদের জন্য স্বাস্থ্য শিবিরের আয়জন করেন।
ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতাল ও ফালাকাটা গ্রামীন হাসপাতালের দুশোর বেশি স্বাস্থ্যকর্মী এদিন এই শিবিরে তাদের স্বাস্থ্য পরীক্ষা করেছেন।
এই শিবিরে অনেক স্বাস্থ্য কর্মীর অনেক সমস্যা ধরা পড়েছে বলে জানিয়েছেন ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার চন্দন ঘোষ।
এমনকি এদিন স্বাস্থ্য পরীক্ষার পর তার নিজের চোখের জন্য চশমা পরার পরামর্শ দিয়েছেন সহকর্মী চক্ষু বিশেষজ্ঞ।
আরও পড়ুনঃ নারকেল ফাটিয়ে চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন দিলীপের
ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার চন্দন ঘোষ বলেন,“ আমরা এবার স্বাস্থ্য কর্মীদের জন্য এই চিকিৎসা শিবিরের আয়োজন করেছি।খুব ভালো সাড়া পরেছে।অনেকের অনেক সমস্যা ধরা পরেছে।সকলেই আমরা সেই অনুযায়ী নিজেদের চিকিৎসা করাব। এদিন গুড ফ্রাইডের দিন ছিল।হাসপাতালের আউটডোর বন্ধ ছিল।সেই কারনে এদিন এই উদ্যোগ নেওয়া হয়েছিল।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584