নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
“আমাকে যদি বিজেপি অফিসে সিকিউরিটি গার্ড রাখতে হয় তাহলে অগ্নিবীরদের অগ্রাধিকার দেবো,” বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গী-র এই মন্তব্যে নয়া বিতর্ক ‘অগ্নিপথ’ প্রকল্প ঘিরে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কৈলাসের এই মন্তব্য।
#WATCH | I will give preference to an Agniveer to hire him as security in BJP office, even you can…People have faith in armymen: BJP National General Secretary Kailash Vijayvargiya in Indore, Madhya Pradesh pic.twitter.com/6NQoXw2nFv
— ANI (@ANI) June 19, 2022
এর আগে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী কিশান রেড্ডি এক সাংবাদিক বৈঠকে অগ্নিপথ প্রকল্পকে সমর্থন করতে গিয়ে বলে বসেন যে অগ্নিবীরদের ইলেক্ট্রিশিয়ান, ড্রাইভার, হেয়ার কাটিং ইত্যাদি ট্রেনিং দেওয়া হবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে তাহলে ‘অগ্নিপথ’ প্রকল্পের আসল উদ্দেশ্য ঠিক কি!
Shocking Statement –
In Press Conference Union Minister Kishan Reddy says Agniveers will be trained with skills of drivers, electricians, washermen, barbers and after 4 years of training Agniveers can be helpful for these posts#AgnipathScheme @KTRTRS @umasudhir pic.twitter.com/PIiZ4BMkES— krishanKTRS (@krishanKTRS) June 18, 2022
গত বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলেন কৈলাস বিজয়বর্গীয়। রবিবার মধ্যপ্রদেশের ইন্দোরে বিজেপি-র একটি কার্যালয়ে বসে তাঁকে বলতে দেখা গিয়েছে যে, “ আমাকে যদি বিজেপি পার্টি অফিসে সিকিউরিটি গার্ড রাখতে হয় সেক্ষেত্রে অগ্নিবীরদেরই অগ্রাধিকার দেব।“
अग्निपथ को लेकर सारी शंकाए दूर कर दी- भाजपा के कैलाश विजयवर्गीय ने।
ये सत्याग्रह इसी मानसिकता के खिलाफ है।#SatyagrahaAgainstAgnipath pic.twitter.com/yUYzPZAZDK
— Congress (@INCIndia) June 19, 2022
আর বিজেপির কেন্দ্রীয় নেতার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিরোধীরাও নিশানা করেছেন গেরুয়া শিবিরকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584