নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বিদ্যালয়ের সার্বিক উন্নতির জন্য শিশুমিত্র বিদ্যালয় পুরস্কার,পেল আলিপুরদুয়ার জেলার দুটি প্রাথমিক বিদ্যালয়।মাদারিহাট চক্রের বীরপাড়া চা বাগানে অবস্থিত জটেশ্বর ডিভিশন প্রাথমিক বিদ্যালয় এবং আলিপুরদুয়ার১ নং চক্রের পূর্ব শান্তিনগর জি এস এফ পি বিদ্যালয়।
শুক্রবার কলকাতায় মহাজাতি সদনে পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন আয়োজিত এক অনুষ্ঠানে জেলার দুই সেরা বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন রাজ্য সর্বশিক্ষা মিশনের আধিকারিকরা।
শিক্ষা দফতরের বিচারে দুটি স্কুলে শিক্ষা বান্ধব পরিবেশ রয়েছে।এছাড়া শৌচালয় ব্যবস্থা,পরিষ্কার পরিচ্ছন্নতা,নিয়মানুবর্তিতা ইত্যাদি বিষয় গুলির উপর গুরুত্ব দেওয়া হয়।
জটেশ্বর ডিভিশন স্কুলের প্রধান শিক্ষক আশিস ব্যানার্জী জানান,স্কুলের সার্বিক উন্নতির বিচারের নিরিখে তারা শিশু মিত্র বিদ্যালয় পুরস্কার পেয়েছেন।পুরস্কারে খুশি ব্লকের শিক্ষা অনুরাগী সকলেই। অপরদিকে পূর্ব শান্তি নগর জি এস এফ পি স্কুলের প্রধান শিক্ষক সত্যেন সিংহ সহ খুশি সমগ্র আলিপুরদুয়ারের শিক্ষা মহল।
আরও পড়ুনঃ ডায়াবেটিস নিয়ন্ত্রণে শিবির আলিপুরদুয়ার স্বাস্থ্য দফতরের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584