সুদীপ পাল,বর্ধমানঃ

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ক্ষোভ প্রকাশ করলেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দিলেন। বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজের পরীক্ষায় পাসের হার কম নিয়ে এই ক্ষোভ বলে জানা গেছে ছাত্র-ছাত্রীদের তরফ।
পড়ুয়াদের অভিযোগ, পরীক্ষায় অকৃতকার্য হয়ে পুনর্মূল্যায়ন করিয়েছিলেন অনেকেই।কিন্তু ফল বেরোনোর পরে দেখা গেল সেটিও আশা অনুরূপ নয়। এরফলে একাধিক পড়ুয়ার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা গেছে।তাঁদের ভবিষ্যতের কথা ভেবে আবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল। কিন্তু ছাত্র-ছাত্রীদের অভিযোগ পরীক্ষা নিয়ামকের সঙ্গে দেখা করতে গেলে তিনি দুর্ব্যবহার করেন।
আরও পড়ুনঃ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এসএফআইয়ের বিক্ষোভ
এরপর এই বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা। মূল গেট বন্ধ করে প্রায় ১৫ মিনিট ধরে এই বিক্ষোভ আন্দোলন চলে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তোফাজ্জল হোসেন বলেন, কোন পত্রে অকৃতকার্য হলে সর্বোচ্চ সাতবার দেওয়ার সুযোগ থাকে। কিন্তু পরীক্ষা দিয়েও অনেকে পাশ করতে পারেনি। তাই এই যে দাবি পড়ুয়ারা করছেন এটি সম্পূর্ণ অন্যায়। যদিও তিনি আশ্বাস দিয়েছেন, পড়ুয়াদের দরখাস্তের ভিত্তিতে ইসি-র বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584