নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
শুক্রবার সকালে ফুলবাড়িতে এক নিখোঁজ যুবতীর পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত যুবতীর নাম আঞ্জুমা খাতুন। সে ফুলবাড়ির কালাঙ্গিনী এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে যে, এদিন স্থানীয়রা ফুলবাড়ি সীমান্ত চেকপোস্টের পাশে এক প্রাচীর দেওয়া ফাঁকা জমিতে প্রথমে মৃতদেহটিকে দেখতে পান। এই দেখে তড়িঘড়ি খবর দেন পুলিশকে।
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এরপর পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
আরও পড়ুনঃ অজ্ঞাত পরিচয় ব্যক্তির ছিন্নভিন্ন দেহ উদ্ধার মহালন্দীতে
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবতী কলেজে দ্বিতীয় বর্ষে পড়াশোনার পাশাপাশি শিলিগুড়িতে একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।
গত ১০ অক্টোবর ওই যুবতী বাড়ি থেকে কাজে যান। এরপর ফিরে আসার পথে নিখোঁজ হয়ে যান ওই যুবতী। এদিন তাঁর পচাগলা দেহ উদ্ধার হয়। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584