নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

লরির ধাক্কায় এক মহিলার মৃত্যু ঘিরে রনক্ষেত্রের চেহারা নিল ফালাকাটা।উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার গাড়িতে ভাঙ্গচুর চালায় উত্তেজিত জনতা।পরে ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশের গাড়িতেও ভাংচুর করা হয়।


রবিবার রাত নয়টা নাগাদ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ফালাকাটা ডিপোর সামনে ঘটে এই ঘটনা।জানা গেছে,এদিন বাস ডিপোর সামনে রাস্তা পার হয়ে একটি বাস ধরতে যাচ্ছিলেন এক মহিলা।সেই সময় একটি লরি মহিলাটিকে ধাক্কা মারে।
আরও পড়ুনঃ ভোটকর্মীদের বাসের সাথে লরির মুখোমুখি ধাক্কায় মৃত ১

ঘটনাস্থলেই কিছুক্ষন পরে থাকেন ওই গুরুতর জখম মহিলা ।পরে স্থানীয়দের সহযোগিতায় মহিলাকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওই মহিলার মৃত্যু হয়। তবে মৃত মহিলার নাম ও পরিচয় এখনও জানা যায়নি।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মানুষেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।জায়গা থাকা সত্ত্বেও রাস্তার উপর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার গাড়ি দাঁড় করিয়ে রাখা হয় বলে অভিযোগ তোলেন স্থানীয়রা। ডিপোতে থাকা বাসে ব্যাপক ভাংচুর শুরু করেন এলাকার ক্ষুব্ধ জনতা।
পরে ঘটনা স্থলে পুলিশ এলে পুলিশের গাড়িতেও ভাংচুর চালানো হয়।ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584