মলিনতা সরিয়ে দুর্গাপূজাতে অংশগ্রহণ অসুর সম্প্রদায়ের

0
182

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

দুর্গা পূজায় সামিল হচ্ছে ভারতবর্ষের অন‍্যতম প্রাচীন জনজাতি অসুর সম্প্রদায়ের নুতন প্রজন্মরা । মা আসছে দেবীর আরাধনায় মেতে উঠবে সবাই । আর দশটা মানুষের মত দেবীর পূজায় সামিল অসুর সম্প্রদায়ের মানুষজন। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের হাতে গোনা কয়েকটি অসুর সম্প্রদায়ের লোকের বসাবাস ।

নিজস্ব চিত্র

এই অসুর সম্প্রদায়ের বর্তমান প্রজন্ম সোমারি অসুর বলেন -“আমাদের পরিবারের বয়ষ্করা দুর্গা পূজাতে আগে যেত না কিন্ত আমরা যাই আমাদের ভাই বোনরা যায় দেবী দর্শন করি পূজা করি ।”
মাদারিহাট এর বাসিন্দা চৌদ্দ বর্ষীয় সোমারি অসুর বলেন-” আমরা সপ্তমী , অষ্টমী , নবমী পূজা ঘুড়ি বিসর্জনে যাই ।” আঠারো বর্ষীয় সঞ্চাওয়ারা অসুর জানান, “আমিও যাই পুজোতে বংশের আগের লোকরা যেত কিনা বলতে পারবো না কিন্ত আমরা যাই ।” এই বিষয়ে বিশিষ্ট লোকশিল্পি গবেষক প্রমথ নাথ জানান, যে ইতিহাস অনুযায়ী আর্যরা এদেশে আসার আগে অন‍্যতম উল্লেখযোগ্য সভ‍্যতা ছিল অসুরদের সভ‍্যতা তারা ছিল খুবই শক্তিশালী আর্যরা তাদের সাথে যুদ্ধে পেরে ওঠেনি পড়ে ছল বল কৌশলে অসুর দের পরাস্ত করতে শুরু করে আর্যরা এবং যেইসব অসুর আর্যদের বশ‍্যতা স্বীকার করেনি তাদের আর্যরা দৈত্য ,অসুর এসব বলে অভিহিত করতে লাগলো । কিন্তু বর্তমান অসুর রা তাদের পুরানো কাহিনী সব ভুলে গিয়েছে এখন নুতন অসুর প্রজন্মরা পরিবেশ সমাজের সাথে তাল মিলিয়ে দুর্গা পূজাতে সমিল হয় ।

আরও পড়ুনঃ গান্ধী জয়ন্তিতে পশ্চিম মেদিনীপুরে মহিলা মোর্চার স্বচ্ছ ভারত অভিযান

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here