মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
শীঘ্রই আসছে ওম রাউত পরিচালিত নতুন ছবি ‘তানহাজি-দ্যা আনসাং ওয়ারিয়র’। অজয় দেবগণ প্রযোজিত এই ছবিটিতে একজন বীর যোদ্ধার ভূমিকায় দেখা যাবে প্রযোজককে।
মুঘল সাম্রাজ্য চলাকালীন ছত্রপতি শিবাজির সেনাবাহিনীর অধিনায়ক ছিলেন তানহাজি মালুসারে। সেই তানহাজি মালুসারে-এর জীবন কাহিনী নিয়েই তৈরি এই ছবিটি। ছবিতে উদয় ভান-এর চরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান এবং তানহাজি-র স্ত্রী সাবিত্রীবাঈ মালুসারে-র ভূমিকায় অভিনয় করেছেন কাজল।
আরও পড়ুনঃ সৃজিতের ‘দ্বিতীয় পুরুষ’, অপরাধী খুঁজতে আসছে শহরে
১৬১৭ সালের ইতিহাসকে এই ছবিটিতে ফুটিয়ে তুলেছেন ওম রাউত। তানহাজি, উদয় ভান, সাবিত্রীবাঈ-এর চরিত্রগুলিও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই ছবিতে।
ছবির প্রত্যেকটা দৃশ্য মুঘল সাম্রাজ্যের আভাস দেবে। এই ছবির ট্রেলার ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এবার শুধু মুক্তির অপেক্ষা। ২০২০-র ১০ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। কার্যত এই ছবির মধ্যে দিয়ে মুঘল যুগের ইতিহাসকে চোখের সামনে তুলে ধরতে চায় পরিচালক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584