সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে পেটের টানে ইঞ্জিন ভ্যান চালিয়ে বাড়ি ফেরার পথে অন্ধকারে নদীতে ভ্যান উল্টে পরে মৃত্যু হল ভ্যান চালকের।মৃত চালক গৌতম ঘোড়ুই(৩৫)।ঘটনাটি ঘটে দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের ঢোলাহাট থানা রাজরাজেশ্বরপুরে।
ঘটনার প্রকাশ এই যে,দিন আনা দিন খাওয়া পরিবারের গৌতম বৃষ্টির মধ্যেও ভ্যান নিয়ে রোডের ধারে যায় ভাড়ার আশায় দিনের শেষে আনুমানিক রাত্রি ১১ টা নাগাদ বাড়ি ফেরার পথে উল্টে নদীতে পড়ে যায়।
আরও পড়ুনঃ গভীর রাতে হঠাৎ আগুনে ভস্মীভূত তিনটি দোকান
বাড়ি থেকে বারবার ফোন করলেও ফোনে পাওয়া যায় না তাকে কারন এলাকায় চার দিন ধরে বিদ্যুৎ না থাকায় মোবাইলে চার্জ ছিল না।তাই মোবাইল বার বার সুইচ অফ পাওয়া যায়।পরিবার সূত্রে জানা যায়, মাঝে মাঝে ভাড়ার জন্য রাত্রিতে বাইরে থেকে যেত।ফলে তারা ভেবেছে ঝড় বৃষ্টির মধ্যে বাড়িতে না ফিরে বাইরে থেকে গেছে।কিন্তু সকালে স্থানীয় লোকজন নদীর ধারে গেলে দেখে ভ্যানে চাপা পড়ে কেউ একটা পড়ে আছে।
তখন দেখা যায় মৃত অবস্থায় ভ্যানের তলায় চাপা পড়ে আছে গৌতম ঘোড়ুই।মাস ছয়েক পূর্বেই গৌতম পর্যায়ক্রমে মা বাবাকে হারিয়েছে।স্বাভাবিক ভাবেই গৌতমের মৃত্যু পরিবারে বিনা মেঘে বজ্রপাতের মত নেমে আসে।দুই সন্তানের পিতা গৌতম,পুত্র এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থী কন্যা পঞ্চম শ্রেণীর ছাত্রী।সন্তানদের পড়াশুনা,গ্রাসাচ্ছাদনের চিন্তায় শোক অপেক্ষা অনিশ্চিতার কালো মেঘ জমছে গৌতমের পরিবারের উপর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584