পাঁচ মিনিটের ঝড়ে লন্ডভন্ড গ্রাম,ক্ষতিগ্রস্থ অশিটি বাড়ি

0
100

পিয়ালী দাস,বীরভূমঃ

the village landvand for five minute storm
নিজস্ব চিত্র

ফণীর পরেও ঝড়ের আতঙ্ক থেকে মুক্তি মিলছে না এখনই।বৃহস্পতিবার ভোরে হঠাৎ ঝড়ে লন্ডভন্ড হয়ে পড়ে বীরভূমের দুবরাজপুরের লোবা গ্রাম। ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্থ কমপক্ষে ৮০ টি কাঁচা বাড়ি,উপড়ে গিয়েছে একাধিক বড় বড় গাছ।বিদ্যুৎ তার ছিঁড়ে এলাকা বিদ্যুৎহীন।

গত সপ্তাহের তীব্র দহনের পর গত সোমবার থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টি শুরু হয়।গতকাল ঝড় বৃষ্টির সর্তকতা দেওয়া হয়েছিল হাওয়া অফিসের তরফ থেকে।গত দুই দিনের মতো গতকাল রাতেও বীরভূমের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত হয়,সাথে ছিল দমকা ঝড়।

এরই মাঝে গত রাতে ৮:৩০ টা নাগাদ হঠাৎ ঝড়ের দাপট দেখা যায় বীরভূমের দুবরাজপুরের লোবা গ্রাম পঞ্চায়েতের কোটা ও বোধ গ্রামে। ঝড়ের স্থায়িত্ব ছিল মাত্র ৫ মিনিট। আর এই ৫ মিনিটের ঝড়ের দাপটে ওই দুটি গ্রামের কমপক্ষে ৮০ টি কাঁচা বাড়ি ক্ষয় ক্ষতির মুখে পড়ে। হঠাৎ ঝড়ে ভেঙে পড়েছে এলাকার একাধিক বড় গাছ। ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি, ছিঁড়ে গিয়েছে বিদ্যুতের তার। বিদ্যুতের খুঁটি ভেঙে আরও বিপত্তির সৃষ্টি হয়েছে এলাকায়। বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ দু মিনিটের ঝড়ে ঝাড়গ্রামে উড়ে গেল পঁচিশটি বাড়ির চাল,লণ্ডভণ্ড এলাকা

ক্ষতিগ্রস্ত ৮০ টি বাড়ির মধ্যে রয়েছে খড়ের চাল, কোনটি বা টিনের বাড়ি।হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের ছাত্রী বোধ গ্রামের বাসিন্দা রিয়া শো জানান, “কাল রাত সাড়ে আটটা নাগাদ হঠাৎ ঘূর্ণিঝড়ের আমাদের বাড়ির টিনের চাল উড়িয়ে নিয়ে চলে যায়।আমার সার্টিফিকেট,বইপত্র কোনরকম বাঁচাতে পারলেও ক্ষতি হয়েছে অন্যান্য সমস্ত জিনিস পত্রের।আমরা খুবই দরিদ্র পরিবারের,এখন কি করবো খুঁজে পাচ্ছি না।”

কোটা গ্রামের বাসিন্দা পরেশনাথ মুখার্জী জানান, “গতকাল রাতের ৫ মিনিটের ঝড়ে আমাদের ঘরের টিনের চাল উড়ে নিয়ে চলে গিয়েছে।খুব কষ্ট করে তৈরি করা এই ঘর। প্রশাসনের কাছে অনুরোধ সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য।”

প্রসঙ্গত উল্লেখ্য, লোবা গ্রাম পঞ্চায়েতের কোটা এবং বোধগ্রাম এই দুই গ্রামের অধিকাংশ মানুষেরই আর্থিক অবস্থা সেভাবে সচ্ছল নয়। এলাকার অধিকাংশ বাড়ি খড় অথবা টিনের চাল দেওয়া কাঁচা বাড়ি।গত রাতের ৫ মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড এলাকার মানুষদের মাথায় চিন্তার ভাঁজ পড়েছে।সাহায্যের আশায় বসে এই মানুষগুলি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here