পিয়ালী দাস, বীরভূমঃ
বাঘ আতঙ্ক এবার বীরভূমের সিউড়িতে। রাতভোর আতঙ্কে গৃহবন্দী স্থানীয়রা। প্রশাসনের দেখা নেই, রাতভোর মশাল হাতে গ্রাম পাহারায় গ্রামবাসীরা।
সিউড়ি থানার অন্তর্গত গরু ঝরা গ্রামের খাদিমপাড়া। আর এই খাদিম পাড়াতেই বাঘের আতঙ্ক। অভিযোগ রাত্রি আটটা নাগাদ সিউড়ি থেকে কাজ করে বাড়ি ফিরছিলেন ওই গ্রামের এক মহিলা ও এক পুরুষ। তখনই হঠাৎ রাস্তা লাগোয়া জঙ্গলের মধ্যে দেখতে পান বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা দেখার মাত্রই ছুটে গ্রামের মধ্যে যান ওই মহিলা, এবং গ্রামের লোকজনকে জানান বাঘের কথা। গ্রামের লোকজন সঙ্গে সঙ্গে খবর দেয় বনদপ্তরে।
বনদপ্তর এবং সিউড়ি থানার পুলিশ যৌথভাবে গ্রামে যায় যদিও অন্ধকার ঘনিয়ে আসায় কিছুই দেখা যায়নি গতকাল। আজ ফের তল্লাশি চালাবে বনদপ্তর। অপরদিকে বাঘের ভয়ে প্রাণ যায় যায় অবস্থা গ্রামবাসীদের, কার্যত গৃহবন্দি অবস্থায় সেখানকার মানুষ। শুনশান গ্রাম। বাঘের আতঙ্কে কাজে যেতে পারছে না বড়রা, স্কুলে যেতে পারছে না বাচ্চারা। যদিও সকাল থেকে এখনো প্রশাসনের দেখা মেলেনি। রাতভর মশাল হাতে গ্রাম পাহারা দিয়েছে বড়রা। জঙ্গল লাগোয়া এই গ্রামের বাসিন্দা আলী মোহাম্মদের বাড়িতে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে বলে দাবি গ্রামবাসীদের। আমাদের ক্যামেরাতেও ধরা পড়েছে সেই ছবি, যদিও পায়ের ছাপ বাঘের না অন্য কোন প্রাণীর সেটা অবশ্য ঠিক করবে বনদপ্তর।
আরও পড়ুনঃ নেই সেতু, ঝুঁকির পারাপার রণডিহায়
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584