করোনা আতঙ্কে এবার আক্রান্ত শ্রমিক পরিবারগুলিকে বয়কট গ্রামবাসীদের

0
130

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

এক পরিযায়ী শ্রমিকের দেহে ধরা পড়েছে করোনা সংক্রমণ ৷ ওড়িশা থেকে ফেরা ওই শ্রমিকের পরিবার-সহ যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের সবাইকে হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ জারি করেছে প্রশাসন ৷ তবুও করোনা আতঙ্ক কাটছে না। গ্রামবাসীদের এখন সামাজিক বয়কট করছেন ওই শ্রমিকের পরিবার-সহ তাদের প্রতিবেশীদের৷

village | newsfront.co
নিজস্ব চিত্র

পুরাতন মালদহের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের বলাতুলি সংলগ্ন কালোয়ারি হাইস্কুলপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। এই পরিবারগুলিকে পানীয় জলও দিতে নারাজ গ্রামবাসীরা। রমজ়ান মাসে চড়া রোদে প্রায় ২ কিলোমিটার দূর থেকে পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে ওই শ্রমিকের পরিবার ও তাঁর পড়শিদের ৷

আরও পড়ুনঃ করোনা আতঙ্কে কাঠের সেতুর পাটাতন খুললেন গ্রামবাসীরা

খবর পেয়েই এদিন গ্রামে গিয়েছে মালদহ থানার পুলিশ৷ গ্রামবাসীদের সচেতন করেছেন পুলিশকর্মীরা৷ বুধবার সকালে এই খবর চাউর হতেই গ্রামবাসীদের একাংশের বয়কটের মুখে পড়ে ওই শ্রমিকের পরিবারের সদস্যরা৷ এই পরিবারগুলি গ্রামের অন্যান্য বাড়িতে থাকা পাম্প থেকে পানীয় জল সংগ্রহ করে৷ কিন্তু আতঙ্কে গ্রামবাসীরা এখন এই পরিবারগুলিকে পানীয় জল দিচ্ছে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here