নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
দীর্ঘদিন একটি ব্রিজের অভাবে বাঁশের সাঁকো দিয়ে পার হচ্ছিলেন দুই গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ। এক সময় বাঁশের সাঁকো ছিল যা জটেশ্বরে সংযুক্ত হতো।
তবে বর্তমানে বাঁশের সাঁকোর নাম-নিশানা নেই, ফলে চরম সমস্যা স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষের। এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি দুই গ্রামকে সংযোগ করতে একটি ব্রিজ নির্মাণ হলেও ভোগান্তির হাত থেকে বেঁচে যায় প্রায় কয়েক হাজার মানুষ।
জানা গেছে, বর্ষার সময় বিরকিটি নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে। এই সময় এই অস্থায়ী বাঁশের সাঁকো উড়ে যায় প্রায় বছর খানেক আগে। তখন থেকেই এই ভেলা দিয়ে রোজ পারাপার করছে হাজার হাজার মানুষ ।
আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর দেশবন্ধু পাড়ার বাঁধের পাড় এলাকা দিয়ে ভেলা চলছে। আলিনগর ও গুয়াবরনগর গ্রামের সঙ্গে জটেশ্বরের সংযোগকারি এই ভেলা। ফলে ভোগান্তিতে পড়েছেন এখানকার স্কুল-কলেজ ও ছাত্রছাত্রী-শিক্ষক-সহ দুই গ্রামের মানুষ।
আরও পড়ুনঃ শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লংমার্চের আয়োজন
স্থানীয় এক বাসিন্দা শ্যামল বর্মন বলেন, “আমরা এখন নিরুপায়। আমাদের দীর্ঘদিনের দাবি এখন একটি ব্রিজ করা হোক। বারংবার প্রধান, পঞ্চায়েত, বিডিও কে জানিয়েও কোনও লাভ হয়নি।
এই ভেলা দিয়ে রোজ প্রায় হাজার মানুষ পারাপার করেন। পাশাপাশি স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও পারাপার করে অনেক কষ্টে। আমরা চাই ব্রিজ তৈরি হোক ব্রিজ আমরা সবাই চলাচল করতে পারি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584