মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে বিপন্ন বাগদাবড়া ফরেস্ট

0
97

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

মাটি মাফিয়াদের দৌরাত্ম্যেে বিপন্ন হতে চলেছে মুর্শিদাবাদ জেলার একমাত্র দামি ফরেস্ট বাগদাবড়া।প্রশাসন নিরব। ফরাক্কার ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ে অবস্থিত বাগদাবড়া ফরেস্ট। বাগদাবড়া ফরেস্ট ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গের সংযোগস্থল।

The violence of the soil mafia
মাটি চুরির ফল।নিজস্ব চিত্র

বাগদাবড়া ফরেস্টে কাজু মহুয়া শাল সেগুন ও ইউক্যালেকটার গাছে পরিপূর্ণ।ফরাক্কা ও সামশেরগঞ্জের মধ্যে ডবল রেল লাইনের কাজ চলছে। অপরদিকে ফরাক্কা ব্যারেজের গঙ্গার ওপর সেতু নির্মানের কাজ চলছে দ্রুত গতিতে। এরজন্য মাটি ও লাল মোরামের প্রয়োজন। মাটি মাফিয়ারা অবৈধ ভাবে প্রশাসনের নাকের ডগা দিয়ে বাহাদুরপুর গ্রামপঞ্চায়েতের বাগদাবড়া ফরেস্ট থেকে লাল মোরাম কেটে চলেছে।

The violence of the soil mafia
মাটি পাচার।নিজস্ব চিত্র

পুলিশ প্রশাসনের নাগের ডগা দিয়ে এনটিপিসির ফাঁড়ির সামনে দিয়ে গাড়ি গাড়ি লাল মোরাম চলে যাচ্ছে বিভিন্ন প্রান্তে।যে ভাবে বাগদাবড়া ফরেস্টে লাল মোরাম কাটা হচ্ছে এক এক জায়গায় বড় বড় পুকুর সৃষ্টি হয়েছে। যে কোন সময় সম্পূর্ণ বাগদাবড়া ফরেস্ট মাটি মাফিয়াদের দৌরত্ম্যের কারণে ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

The violence of the soil mafia
আঞ্জুমারা খাতুন,সভাপতি ফারাক্কা পঞ্চায়েত সমিতি।নিজস্ব চিত্র

গ্রামবাসীদের দাবি,অবিলম্বে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধ না হলে যে ভাবে মাটি কাটা হচ্ছে জেসিবি মেশিন দিয়ে সম্পুর্ন বাগদাবড়া ফরেস্ট তলিয়ে যাবে। মুর্শিদাবাদের মানচিত্র থেকে বিলুপ্ত হয়ে যাবে জেলার একমাত্র দামি কাজু বাদাম ও মহুয়া গাছের ফরেস্ট।

The violence of the soil mafia
নিজস্ব চিত্র

এপ্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন ফরাক্কা পঞ্চায়েত সমিতির সভাপতি আঞ্জুমারা খাতুন। তিনি এরজন্য সরাসরি অভিযোগের আঙ্গুল তুলেছেন ফরাক্কার বিএলআরও এবং বন দফতরের আধিকারিকের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ ক্রেতা সেজে গহনা চুরি,ধৃত মহিলা

তিনি জানান,বাহাদুরপুরে যে ভাবে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়েছে তা বলার ভাষা নেই। বিঘা বিঘা কৃষি জমি জেসিবি দিয়ে মাটি কাটার কাজ চলছে। বাগদাবড়া ফরেস্ট পর্যন্ত ধ্বংসের মুখে।বারবার ফরাক্কার বিএলআরওকে বলা সত্বেও মাটি মাফিয়াদের দৌরাত্ম্য কোন ভাবে বন্ধ করা সম্ভব হচ্ছে না।

The violence of the soil mafia
রাজশ্রী চক্রবর্তী,বিডিও ফারাক্কা।নিজস্ব চিত্র

মাটি মাফিয়াদের সঙ্গে ফরাক্কার বিএলআরওর গোপন আঁতাতে এই কাজ চলছে।

বাগদাবড়া ফরেস্ট বাঁচাতে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধ করার জন্য ফরাক্কার বিএলআরও বিরুদ্ধে মুর্শিদাবাদ জেলা শাসকের লিখিত জানান হবে।

যদিও ফরাক্কার বিডিও রাজশ্রী চক্রবর্তী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here