করম পূজা বিসর্জন উপলক্ষ্যে উৎসবে মাতল বীরপাড়া

0
186

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

মঙ্গলবার করম পূজা বিসর্জনকে কেন্দ্র করে রীতিমতো মেলার রূপ নিল আলিপুরদুয়ার জেলার বীরপাড়া গেরগাণ্ডা নদী ঘাট।এদিন সকাল থেকেই মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া সংলগ্ন গেরগেন্ডা নদীতে চলছে করম বিসর্জনের পালা।

visarjan of karam puja | newsfront.co
নিজস্ব চিত্র

ব্লকের বিভিন্ন এলাকার প্রায় শতাধীক পূজা কমিটি বিসর্জনে সামিল হয়ে নিজস্ব প্রথা মেনে দেবতা রূপী করম গাছের ডাল সহ অনান্য পূজা সামগ্রী নদীর জলে বিসর্জন দেন।পাশাপাশি মাদলের তালে চলে আদিবাসী রমনীদের নাচ গান।

visarjan of karam puja | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ করম উৎসব উপলক্ষে সম্মান প্রদান

এদিন মেলায় হাজির হয়ে মাদল বাজালেন মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা।এছাড়া বিসর্জনকে কেন্দ্র করে একটি মেলার ও আযোজন করা হয়।ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে রকমারি সামগ্রী নিয়ে দোকানিরা পসার খুলে বসেছে।মেলার আয়োজন করে অখিল ভারতীয় আদিবাসি বিকাশ পরিষদ।

এদিকে কালচিনির ডীমা নদী ঘাটে মঙ্গলবার সকালে বিসর্জনের পালা।প্রতি বছরের ন‍্যায় এবছরও ডীমা নদী ঘাটে করম বিসর্জন হলো। কালচিনি ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে করম পূজা কমিটি বিসর্জনে সামিল হয়ে নিজস্ব প্রথা মেনে দেবতা রূপী করম গাছের ডাল সহ অন্যান্য পূজা সামগ্রী নদীর জলে বিসর্জন দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here