নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ
পৃথিবীর ৩ ভাগ জল ১ ভাগ স্থল থাকলেও,বিশ্ব জুড়ে তীব্র থেকে তীব্রতর হচ্ছে পানীয় জলের সংকট।আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জল অপচয় বন্ধ করতে এক অভিনব উদ্যোগ নিল কোচবিহারের এক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।
রবিবার জল অপচয় বন্ধ রাখুন এই স্লোগানকে সামনে রেখে এক সচেতনতামূলক কর্মসূচি পালন করে ওই সংগঠন সদস্যরা।এই সংগঠনের সদস্যরা এদিন শহরের বিভিন্ন ওয়ার্ড ঘুরে প্রায় ১০০ টি রাস্তার টেপ কলের মুখ লাগান।
পাশাপাশি সাধারন মানুষের কাছে জলের অপচয় বন্ধ করার জন্য সচেতনতামূলক বার্তা তুলে ধরেন তারা।এ প্রসঙ্গে ওই সংগঠনের সাধারন সম্পাদক ভাস্কর ঘোষ বলেন, “আজ বিশ্বজুড়ে তীব্র জলসংকট, ইতিমধ্যেই দেশের ৫টি রাজ্যে এই জল সংকট দেখা দিয়েছে।
আরও পড়ুনঃ জলের অপচয় বাড়ছে কালিয়াগঞ্জ শহরে,উদাসীন প্রশাসন
রাষ্ট্রপুঞ্জের হিসাব অনুযায়ী ২০২৬-২০২৮ এর মধ্যে যে ভাবে জলের হাহাকার দেখা দেবে।তাই প্রতিটি মানুষের সচেতন হওয়া প্রয়োজন।কারন পশ্চিমবঙ্গেও এই ধরনের সংকট দেখা দিতে পারে।”
সম্প্রতি জলের সমস্যা মেটাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জলের অপচয় রোধে সচেতনতার বার্তা দিতে পদযাত্রায় অংশ নেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584