সুন্দরবনের মহিলাদের স্বর্নিভর করতে তিন স্বেচ্ছাসেবী সংস্থার প্রয়াস

0
65

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

Voluntary organizations to motivate women | newsfront.co
নিজস্ব চিত্র

সুন্দরবন মহিলাদের স্বর্নিভর করতে এগিয়ে এলেন স্বেচ্ছাসেবী সংগঠন।অসহায় অবহেলিত মহিলাদের নিয়ে সাংগঠনিক ক্ষেত্র গড়ে তুললেন দক্ষিন সুন্দরবনের জন্মেজয় স্মৃতি সংঘ। জন্মেজয়ের মতো আরো দুটি স্বেচ্ছাসেবী সংগঠনে যৌথ্য প্রয়াসে শুরু হয় স্বর্নিভর মহিলাদের নিয়ে এই কর্মযজ্ঞ।বিনা পয়সাই সেলাই প্রশিক্ষনের পাশাপাশি সেলাই মেশিন বিতরন,পিস কাপড় বিতরন করে স্বনির্ভরদের কাছে নজির গড়লেন সংগঠন তিনটি।

Voluntary organizations to motivate women | newsfront.co
লিপিকা সেন চ্যাটার্জি,খরদহ মনন ওয়েল ফেয়ার সোসাইটির সম্পাদিকা।নিজস্ব চিত্র
Voluntary organizations to motivate women | newsfront.co
নীলকান্ত জানা জন্মেজয় স্মৃতি সংঘ সেক্রেটারী।নিজস্ব চিত্র

যা নতুন করে বাঁচার আলো দেখাবে বলে আশাবাদী অনেকেই।ডাঙায় বাঘ জলে কুমীড় নিয়ে বাস সুন্দরবনবাসীর।প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে দিন যাপন করতে হয় দ্বীপ বাসিদের।সুন্দরবনবাসীদের কথা মাথায় রেখে গ্রামের মহিলাদের নিয়ে ২০০০ সাল থেকে শুরু পাথর প্রতিমা ব্লকের গোপালনগর জন্মেজয় স্মৃতি সংঘের পথ চলা।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিক উত্তীর্ণ দুঃস্থ মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংস্থা

Voluntary organizations to motivate women | newsfront.co
উজ্জ্বলা কর স্বনির্ভর মহিলা।নিজস্ব চিত্র
Voluntary organizations to motivate women | newsfront.co
সুকুমার দাস,এলাকাবাসী।নিজস্ব চিত্র

সরকারী প্রকল্পের জিওর মতো এনজিও করে প্রথমে ১০জন মহিলাদের নিয়ে স্বনির্ভরতা গড়ে তোলেন এই সংগঠনটি।আজ তা শতাধিক ছাড়িয়েছে।বিধবা,স্বামীর ঘর ছাড়া , গরীব অসহায় নির্যাতিতা,বঞ্চিতা মহিলাদের নিয়ে পাথরপ্রতিমা গোপাল নগরে গড়ে উঠেছে মহিলাদের নিয়ে কর্মক্ষেত্র।

Voluntary organizations to motivate women | newsfront.co
নিজস্ব চিত্র
Voluntary organizations to motivate women | newsfront.co
নিজস্ব চিত্র

দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরন,স্বর্নিভরদের কাপড় ও সেলাই মেশিন বিতরন।এবার জন্মেজয় স্মৃতি সংঘের মতো এগিয়ে এলেন খরদহ মনন ওয়েলফেয়ার সোসাইটি ও হরিয়ানা সেবা সদন।তিন সংগঠনের উদ্যোগে পাথরপ্রতিমা ব্লকের দুঃস্থ মানুষদের ৫০০ টি শাড়ি ৪০০ জনকে লুঙ্গি ও পাঁচটি অঞ্চল থেকে আসা ১২০০ দুস্থ মানুষদের আহারের ব্যবস্থা করেন।

গোপালনগর ,দুর্বাচটি, অচিন্তনখর , ব্রজবল্লভপুর ,জি প্লট, দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতে স্বেচ্ছাসেবী সংগঠনে শুরু হয়েছে কাজ।স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে দিয়ে সুন্দরবনের মহিলাদেরকে নিয়ে কাজ করাতে চান। প্রশিক্ষনের মধ্যো দিয়ে কাজ শিখলে মাসিক দুইশত টাকার বিনিময়ে দেওয়া হবে সেলাই মেশিন।

দল বা জাতী ভেদাভেদ নয় স্বনির্ভরতার মধ্যে দিয়ে সমাজ গড়ার অঙ্গিকার নিলেন তিন সেচ্ছাসেবী সংগঠন।স্বেচ্ছাসেবী সংগঠনদের এমন কাজে খুশি স্বনির্ভর মহিলারা। দক্ষিন সুন্দরবনের পাথরপ্রতিমা ব্লক শুধু নয়। সুন্দরবনের সাতটি ব্লকে স্বনির্ভরতার মধ্যে দিয়ে কাজ করাবেন।যা উৎজীবিত করবে সুন্দরবনের মহিলাদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here