মেদিনীপুরে ভোট কর্মীদের মিছিল ও ডেপুটেশন

0
98

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

the voter rally and deputation at midnapore
নিজস্ব চিত্র

ভোট কর্মীদের নিরাপত্তার দাবিতে মিছিলে উত্তাল হলো মেদিনীপুর শহর।আসন্ন লোকসভা নির্বাচনে ১০০% বুথে কেন্দ্রীয় বাহিনী সহ সুনিশ্চিত নিরাপত্তার দাবিতে শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের নেতৃত্বে সারা রাজ্যের বিভিন্ন জেলায় গড়ে ওঠা আন্দোলনের ধারাবাহিকতায় রবিবার ২৮শে এপ্রিল,রবিবার, সকাল ১১ টায় মেদিনীপুর কলেজ মাঠ সংলগ্ন এলাকা থেকে জেলা নির্বাচন আধিকারিকদের উদ্দেশ্যে বিরাট মিছিল সংঘটিত হয়।

the voter rally and deputation at midnapore
নিজস্ব চিত্র

প্রায় পাঁচ শতাধিক ভোট কর্মী জেলা নির্বাচন আধিকারিক দপ্তরের সামনে তাদের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে।অবশেষে রবিবার ডেপুটেশন গ্রহণ করেন এডিএম পঞ্চায়েত প্রতিমা দাস।রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার পাঁচ হাজার ভোট কর্মীর স্বাক্ষরসহ ডেপুটেশন কপিও জমা দেওয়া হয় জেলা নির্বাচন আধিকারিক দপ্তরে।

আরও পড়ুনঃ বাইক মিছিলে শালবনীতে প্রচার বীরবাহার

ঐক্য মঞ্চের পক্ষ থেকে প্রতিনিধি দলে ছিলেন রাজ্য সম্পাদক কিংকর অধিকারী, দীপঙ্কর তেওয়ারি,শ্যামল দে,সীমন্ত কর, সুরেশচন্দ্র পড়িয়া,বিপ্লব মল্লিক এবং অমিত ভট্ট।

ডেপুটেশনে ঐক্যমঞ্চের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুরে কত পার্সেন্ট বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট গ্রহণ করা হবে জানতে চাইলে এডিএম প্রতিমা দাস বলেন এখনো পর্যন্ত প্রায় ৯৪%বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট গ্রহণ করার পরিকল্পনা রয়েছে। পরবর্তী ক্ষেত্রে হয়তো তা ১০০% হয়ে যেতে পারে।

ঐক্য মঞ্চের পক্ষ থেকে অমিত ভট্ট বলেন, “আমরা চাই প্রতিটি বুথে অর্থাৎ ১০০% বুথেই কেন্দ্রীয় বাহিনী,তা যদি না হয় তাহলে ডিসি আরসি তে গিয়ে আমরা বিক্ষোভে সামিল হতে বাধ্য হব।” দীপঙ্কর তেওয়ারি এবং শ্যামল দে বলেন, “আমরা ভোট কর্মীর দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই কিন্তু তার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতিটি বুথে সুনিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করতে হবে।

কেননা জীবনের নিরাপত্তার অধিকার আমাদের মৌলিক অধিকার।” এদিন মিছিল শুরুর সময় এবং ডেপুটেশন চলাকালীন সময়ে পথসভায় বক্তব্য রাখেন কপিলদেব মহাপাত্র, সীমন্ত কর, সুদীপ কুমার খাঁড়া, সুরেশ চন্দ্র পড়িয়া, নুরুল হক সহ অন্যান্য সংগঠক গণ।

ডেপুটেশন শেষে ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী বলেন যে, “শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের নেতৃত্বে সারা রাজ্যব্যাপী যে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল তার পরিপ্রেক্ষিতে আজ আমরা বিজয়ের দোরগোড়ায়।আমাদের দাবি ১০০% বুথে কেন্দ্রীয় বাহিনী,তা আজ বাস্তবায়িত হতে চলেছে।

এ জয় সারা রাজ্যের ঐক্যমঞ্চের নেতৃত্বে ভোট কর্মীদের আন্দোলনের ফল।ক্ষমতায় যে দলই থাকুক ভোট কর্মীদের সুরক্ষার দাবিতে দলমত নির্বিশেষে গড়ে ওঠা ঐক্যমঞ্চের নেতৃত্বে আন্দোলন আগামী দিনেও জারি থাকবে। নির্বাচন কমিশন ১০০% বুথে কেন্দ্রীয় বাহিনী সহ সুনিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করলে আমরা কমিশনকে অভিনন্দন জানাবো।আশা করি তারা আমাদের এই দাবি অতিসত্বর মেনে নেবেন।” সব নিয়ে সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ সম্ভব করতে কমিশনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here