নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের গোয়ালতোড় ব্লকের মাকলী অঞ্চলের পেড়ুয়াবাঁধ আদিবাসী পাড়া।যেখানে মাওবাদীদের হাতে শহীদ হয়েছে অনেকেই।তার অদূরেই ভালুকবাসা জঙ্গল। যে জঙ্গলে এক সময় মাওবাদীদের অস্ত্র প্রশিক্ষণ চলত।
পাড়ার আদিবাসী যুবকদের নানা প্রলোভন দেখিয়ে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হতো সেই প্রশিক্ষণ শিবিরে।আর বর্তমানে কেন্দ্রীয় সরকার আদিবাসীদের জল, জমি,জঙ্গলের অধিকারকে বিপন্ন করেছে।সংসদে বামপন্থীদের আওয়াজে আদিবাসীরা ফিরে পেয়েছে জল জমি জঙ্গলের অধিকার।
আরও পড়ুন: তৃণমূলের বিরুদ্ধে দেওয়াল না লিখতে দেওয়ার অভিযোগ সিপিএমের
তাই বনাঞ্চলের অধিকার আইন সুরক্ষিত রাখতে আজ জঙ্গলমহলের বিস্তৃর্ণ এলাকায় দেখা গেল বামপন্থী প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখতে। এদিন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বামপন্থী প্রার্থীর সমর্থনে দল বেঁধে প্রথম পর্যায়ের প্রচারে নেমে পড়ে আদিবাসী মানুষেরা।যদিও বামফ্রন্ট এখনও তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেনি।কিন্তু তার আগে ভাগেই দেওয়াল লেখা শুরু করল বামপন্থী কর্মী সমর্থকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584