দুর্নীতির প্রতিবাদ করায় স্ত্রী কন্যাকে ধর্ষনের হুমকি দেওয়ার অভিযোগ পঞ্চায়েত সমিতির সহ সভাপতির বিরুদ্ধে

0
178

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

the warning about rape a girl

বর্তমানে তিনি বিজেপি কর্মী,পঞ্চায়েত সমতির সহ সভাপতির দূর্নীতির প্রতিবাদ করায় তার স্ত্রী কন্যা ভাইজিকে ধর্ষণের হুমকির অভিযোগ নামখানা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ধীরেন্দ্রনাথ পাত্র এবং তৃণমূল কর্মী তপন হালাদারের বিরুদ্ধে।

the warning about rape a girl
ধীরেন্দ্রনাথ পাত্র।নিজস্ব চিত্র

অভিযোগকারী সুশীল কুমার ঘড়ুই এবং তার স্ত্রী মধুশ্রী ঘড়ুই।যদিও অভিযুক্ত ধীরেন্দ্রনাথ পাত্র সমস্ত অভিযোগ অস্বীকার করে সুশীল ঘড়ুইকে প্রতারক বলে উল্লেখ করেছেন।তিনি পাল্টা অভিযোগ করেন,অভিযোগকারী সুশীল চিট ফান্ডে লোকের কাছে থেকে টাকা তুলেছে পাওনাদাররা টাকা চাইতে এলেই ভয় ভীতি দেখায়।

আরও পড়ুনঃ নাবালিকা ধর্ষনে অভিযুক্ত দোষীর সাজা ঘোষনা

the warning about rape a girl
মধুশ্রী ঘড়ুই।নিজস্ব চিত্র
the warning about rape a girl
গৌতম পটলার।নিজস্ব চিত্র

নামখানা ব্লকের নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের নাদাভাঙা গ্রামের ২৪৪ নং বুথের ৩ নং সংসদের ঘটনা।সুশীল ঘড়ুই ২০০৩ সাল থেকে তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন এই বছর নির্দল সদস্য হিসাবে প্রার্থী দাঁড় করিয়ে জেতেন। অভিযুক্ত ধীরেন্দ্রনাথ পাত্রের দূর্নীতির বিরোধিতা করায় অভিযোগকারী মধুশ্রী ঘড়ুইকে পঞ্চায়েত সুপার ভাইজারের কাজ থেকে বহিস্কার করা হয়।

the warning about rape a girl
সুশীল ঘড়ুই।নিজস্ব চিত্র

শুধু তাই নয় দিন দুই পূর্বে বাড়ি বয়ে এসে হুমকি দিয়ে যায় তপন হালদার।অভিযোগকারীরা অভিযুক্তদের বিরুদ্ধে কাকদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেছে।অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় বিচারের আশা নিয়েও সন্দিহান সুশীল মধুশ্রী।

বর্তমানে সুশীল বিজেপি দলের কর্মী বিজেপির স্থানীয় নেতা গৌতম পটলার জানিয়েছেন দলীয়ভাবে বিষয়টি দেখা হবে।পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here