সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
বর্তমানে তিনি বিজেপি কর্মী,পঞ্চায়েত সমতির সহ সভাপতির দূর্নীতির প্রতিবাদ করায় তার স্ত্রী কন্যা ভাইজিকে ধর্ষণের হুমকির অভিযোগ নামখানা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ধীরেন্দ্রনাথ পাত্র এবং তৃণমূল কর্মী তপন হালাদারের বিরুদ্ধে।
অভিযোগকারী সুশীল কুমার ঘড়ুই এবং তার স্ত্রী মধুশ্রী ঘড়ুই।যদিও অভিযুক্ত ধীরেন্দ্রনাথ পাত্র সমস্ত অভিযোগ অস্বীকার করে সুশীল ঘড়ুইকে প্রতারক বলে উল্লেখ করেছেন।তিনি পাল্টা অভিযোগ করেন,অভিযোগকারী সুশীল চিট ফান্ডে লোকের কাছে থেকে টাকা তুলেছে পাওনাদাররা টাকা চাইতে এলেই ভয় ভীতি দেখায়।
আরও পড়ুনঃ নাবালিকা ধর্ষনে অভিযুক্ত দোষীর সাজা ঘোষনা
নামখানা ব্লকের নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের নাদাভাঙা গ্রামের ২৪৪ নং বুথের ৩ নং সংসদের ঘটনা।সুশীল ঘড়ুই ২০০৩ সাল থেকে তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন এই বছর নির্দল সদস্য হিসাবে প্রার্থী দাঁড় করিয়ে জেতেন। অভিযুক্ত ধীরেন্দ্রনাথ পাত্রের দূর্নীতির বিরোধিতা করায় অভিযোগকারী মধুশ্রী ঘড়ুইকে পঞ্চায়েত সুপার ভাইজারের কাজ থেকে বহিস্কার করা হয়।
শুধু তাই নয় দিন দুই পূর্বে বাড়ি বয়ে এসে হুমকি দিয়ে যায় তপন হালদার।অভিযোগকারীরা অভিযুক্তদের বিরুদ্ধে কাকদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেছে।অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় বিচারের আশা নিয়েও সন্দিহান সুশীল মধুশ্রী।
বর্তমানে সুশীল বিজেপি দলের কর্মী বিজেপির স্থানীয় নেতা গৌতম পটলার জানিয়েছেন দলীয়ভাবে বিষয়টি দেখা হবে।পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584