নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
এবার চিকিৎসকদের গণ ইস্তফার ইচ্ছা প্রকাশ আলিপুরদুয়ারে।আলিপুরদুয়ার জেলার চিকিৎসকরা গণ ইস্তফার ঘোষনা করেছেন। শুক্রবার তাদের এই ইস্তফার ইচ্ছা প্রকাশ করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপারের সাথে আলোচনাও চালিয়েছেন তারা।
আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালের সুপার চিন্ময় বর্মন বলেন, “ চিকিৎসকদের সাথে আলোচনা অত্যন্ত ফলপ্রসু হয়েছে।সকলেই গণ ইস্তফার ইচ্ছে প্রকাশ করেছেন। কিন্তু হাসপাতাল চালান অত্যন্ত জরুরী। তারা সাধারন মানুষদের সাথে আছেন কিন্তু আমাকে চুরান্ত হুশিয়ারি দিয়েছেন চিকিৎসকরা।তারা জানিয়েছেন যে কোন সময় তারা গন ইস্তফা দিতে পারেন।আমি বিষয়টি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি।”
আরও পড়ুনঃ দাবিতে অনড় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল,জুনিয়রদের সমর্থনে গণইস্তফা চিকিৎসকদের
এন আর এস কান্ড নিয়ে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালের সব চিকিৎসক একসাথে গন ইস্তফা দেওয়ার হুমকি দিলেন।এন আর এস কান্ডে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করা না হলে এবং রাজ্যের কোথাও ফের চিকিৎসক নিগ্রহের ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহন না করলে তারা একসাথে ইস্তফা দেবেন বলে জানিয়েছেন।
জানা গেছে, আলিপুরদুয়ার জেলায় তিনটি বড় হাসপাতাল আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতাল,ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতাল ও বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল রয়েছে। এছাড়া জেলাতে ৭ টি গ্রামীন হাসপাতাল ও ১৩ প্রাথমিক চিকিৎসা কেন্দ্র রয়েছে।এদিন আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালের সব চিকিৎসক পদত্যাগ পত্রে সই করে তা সুপারের কাছে জমা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন।কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে তাদেরকে সেই পদত্যাগ থেকে বিরত করেছে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584