মাওবাদীদের রেজিস্ট্রি হুমকি চিঠি ঘিরে জল্পনা

0
301

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

নিজস্ব চিত্র

‘আগামী কয়েক মাসের মধ্যে পৃথিবী থেকে সরিয়ে দেব।আমরা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার মাওবাদীর দায়িত্বে আছি’ নিজেদের মাওবাদী পরিচয় দিয়ে এমনই হুমকি ভরা চিঠি এসে পৌছাল পূর্ব মেদিনীপুরের এগরা থানার ১ ব্লকের জুমকি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান উদয় সর-এর বাড়িতে।

the warning letter of maobadi
লাল কালীতে লেখা হুমকি চিঠি
the warning letter of maobadi
নিজস্ব চিত্র

আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।মাওবাদীর নামে এভাবে রেজিষ্ট্রি চিঠি দিয়ে কোনও রাজনৈতিক নেতাকে খুনের হুমকি বোধহয় গত ১০ বছরে প্রথমবার এলো।বাম জমানায় জঙ্গলমহল সাক্ষী থেকে রক্ত ঝরার দিনগুলোর।

আরও পড়ুনঃ মাথাভাঙ্গায় বিজেপি কর্মীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি

the warning letter of maobadi
নিজস্ব চিত্র

যেখানে মাওবাদী কায়দায় প্রথমে লাল কালী দিয়ে অপটু হাতে পোষ্টার মারা হত এলাকায়।তারপর ঝরত রক্ত।লাল কালী দিয়ে চিঠি লিখে রেজিষ্ট্রি করে তা পাঠানো হল কোনও তৃণমূল নেতার বাড়িতে।তাও আবার “আমরা পূর্ব পশ্চিম মেদিনীপুরের দায়িত্বে আছি” বলে চিঠিতে দাবী করা হয়েছে।মাওবাদীদের এমন কোনও স্কোয়াড রয়েছে কিনা তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।ঘটনাটি এগরা থানার পুলিশের কাছে জানানো হয়েছে বলে তৃণমূল নেতার পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here