বিজেপি করলে মাথা কেটে নেওয়ার হুমকি পোস্টারে

0
52

সুদীপ পাল,বর্ধমানঃ

the warning of poster | newsfront.co
হুমকি পোস্টার।ছবিঃপ্রতিবেদক

নীল কালিতে সাদা কাগজের উপর লেখা ‘বিজেপি করলে মাথা কেটে নেব’। বর্ধমানের বড়নীলপুর ও বৈকুন্ঠপুর ১ পঞ্চায়েত এলাকায় কয়েকটি বাড়ির দেওয়ালে এমন পোস্টার দেখা গেল।

শহরের ১৩ নম্বর ওয়ার্ডের বড়নীলপুরের বেচারহাট কলোনির তৃণমূল কর্মী পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় চৈত্রপুর গ্রামে। ওইদিনই এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত কয়েকজনের নামে পূর্ণেন্দুবাবুর স্ত্রী অভিযোগ দায়ের করেন বর্ধমান থানায়।

আরও পড়ুনঃ ফোনে হুমকি দিয়ে ব্যাঙ্ক প্রতারণার শিকার মহিলা

ঘটনায় অভিযুক্তদের মধ্যে একজন বর্তমানে রয়েছেন পুলিশি হেফাজতে।তাঁর বাড়ির দেওয়ালে পোস্টার লাগানো হয়েছে।

প্রদীপবাবুর বাবা উত্তমবাবুর বক্তব্য, তাঁরা বিজেপি করেন বলেই তাঁর বাড়ির দেওয়ালে পোষ্টার দিয়ে প্রাণের হুমকি দেওয়া হয়েছে। কিছু দূরে আরেকটি বাড়িতে একই রকমের পোস্টার একটি বাড়িতে একই রকমের পোস্টার পড়েছে।

গভীর রাতে কয়েকজন ছেলে এই পোস্টার সাঁটিয়ে যায় বলে এলাকার বাসিন্দারা জানাচ্ছেন। তাঁদের দাবি, যারা পোস্টার ছিল তাদের ধরার মতলব করেছিলেন তাঁরা।

কিন্তু হাতে অস্ত্র থাকায় আর সেই সাহস দেখাননি। অন্যদিকে বৈকুন্ঠপুর ১পঞ্চায়েত প্রধান জয়দেব বন্দোপাধ্যায়ের বাড়িতে বেশ কয়েকবার হামলা হয় বলে অভিযোগ। ওই পঞ্চায়েত এলাকাতেও এই ধরনের পোস্টার পড়েছে।

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে বিজেপির সহ-সভাপতি সৌম্যরাজ বন্দোপাধ্যায়ের বলেন, মাওবাদী কায়দায় পোস্টার সাঁটিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে, আসলে বিজেপির সুনামকে ভয় পাচ্ছে তারা।

তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত বলেন,পুলিশ তদন্ত করে দেখুক এই পোস্টটার কারা দিয়েছে।

প্রসঙ্গত, আজ সোমবার জেলার নানা এলাকায় তৃণমূলের বিরুদ্ধে অরাজকতা তৈরির অভিযোগে পুলিশ সুপার ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির একটি প্রতিনিধিদল দেখা করতে যাবে বলে জানিয়েছেন বর্ধমান সদর বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি
সন্দীপ নন্দী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here