নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ
ফেসবুকে পোস্ট করে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে বিজেপির এক সংখ্যালঘু নেতার বিরুদ্ধে অভিযোগ করলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।বিজেপির ওই সংখ্যালঘু নেতার নাম আনোয়ার হোসেন।তিনি দিনহাটা এলাকারই বাসিন্দা।
বিজেপির ওই সংখ্যালঘু নেতা তাঁর ফেসবুক ওয়ালে লিখেছেন, “দিনহাটা বিধানসভা কেন্দ্রের জনগণ সিধান্ত নিয়েছেন, খুনি উদয়ন গুহ যে এলাকায় ঢুকবে সেখানেই তাঁর বকেয়া হিসাব নিকাস বুঝে নেওয়া হবে।”
বিজেপির সংখ্যালঘু নেতার ওই স্ট্যাটাস সরাসরি খুনের হুমকি বলে উদয়ন বাবু অভিযোগ করে ইতিমধ্যেই কোচবিহার জেলা পুলিশ সুপার ডঃ নিম্বালকর সন্তোষ উত্তমরাও ও দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্তকে জানিয়েছেন।উদয়ন বাবু বলেন, “বিজেপির একতরফা সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই ভয় পেয়ে ফেসবুকের মাধ্যমে খুনের ওই হুমকি দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ বিজেপি করলে মাথা কেটে নেওয়ার হুমকি পোস্টারে
কিন্তু এসবের পরোয়া আমি করি না। দিনহাটার মানুষ বিজেপিকে বুঝতে পারছে।তারাই এখন প্রতিরোধ গড়ে তুলছে। যা জবাব সাধারণ মানুষই দেবে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদেরও বিষয়টি জানিয়েছি।”
দিনহাটার বিজেপির সংখ্যালঘু নেতা আনোয়ার হোসেন ইতিমধ্যেই তাঁর ফেসবুক ওয়াল থেকে ওই পোস্ট তুলে দিয়েছেন। তাঁকে বারবার ফোন করেও উদয়ন বাবুর ওই অভিযোগ নিয়ে কথা বলা সম্ভব হয় নি।
তবে দিনহাটার বাসিন্দা বিজেপির জলপাইগুড়ি জেলার পর্যবেক্ষক দীপ্তিমান সেনগুপ্ত ওই স্ট্যাটাস খুনের হুমকি দেওয়া নয় বলে দাবি করে বলেন, “ আনোয়ার বাবু যা বলেছেন সঠিক ভাবেই বলেছেন। উদয়ন গুহ গ্রাম থেকে শহর সর্বত্র ঘর দেওয়ার নাম করে কাটমানি খেয়েছেন।
সাধারণ মানুষের উপড়ে তাঁর লোকজন দিয়ে অত্যাচার করিয়েছেন। তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ পর্যন্ত রয়েছে। সব কিছু এক তরফা ভাবে চলতে পারে না। সময় এসেছে মানুষ তো তাঁদের উপড়ে চলা অন্যায়ের প্রতিশোধ নেবেই।”
সম্প্রতি দিনহাটার নয়ারহাটে দলের এক কর্মী সভায় যোগ দিতে যাওয়ার সময় রাস্তা আটকে তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহের গাড়িতে হামলা চালানো হয়। ওই ঘটনার জন্য বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। ওই ঘটনার পরেই উদয়ন বাবুর নেতৃত্বে নয়ারহাট এলাকায় প্রতিবাদ মিছিল করা হয়। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি কর্মীদের বাড়িতে পাল্টা হামলা চালানোর অভিযোগ করা হয়।
তৃণমূলের পক্ষ থেকে দিনহাটা শহরেও প্রতিবাদ মিছিল করা হয়। অন্যদিকে বিজেপির পক্ষ থেকেও দিনহাটার সাহেবগঞ্জ থানা ঘেরাও করে উদয়ন গুহকে গ্রেফতারের দাবি জানানো হয়।এরপর থেকেই দিনহাটার রাজনৈতিক আবহাওয়া ফের একবার উত্তপ্ত হয়ে উঠেছে।
লোকসভার পর রাজ্যের অন্যান্য জেলার মত কোচবিহারেও কার্যত অপ্রতিরোধ্য হয়ে উঠেছে বিজেপি।দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন সেই বিজেপির মোকাবিলা করতে নামতেই ওই রাজনৈতিক উত্তেজনা বলে মনে করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584