তৃণমূল বিধায়ককে হুমকি চিঠি,তদন্তে পুলিশ

0
53

নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ

the warning to director of tmc
নিজস্ব চিত্র

কোচবিহারে খোদ তৃণমূল বিধায়ককেই হুমকি দিয়ে চিঠি দেওয়া হল বাড়িতে।বুধবার সকালে চিঠি পৌঁছয় মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধানের বাড়িতে।

এরপরেই শোরগোল পড়েছে মেখলিগঞ্জে। গোটা জানিয়ে পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।কোচবিহারে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির দায়িত্ব নিয়েই ব্লক কমিটি ভেঙে দিয়েছেন মাথাভাঙার বিধায়ক ও বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন।

the warning to director of tmc
নিজস্ব চিত্র

ব্লকের সংগঠনের দায়িত্ব বিধায়কদের হাতেই তুলে দিয়েছেন। মেখলিগঞ্জে ব্লকে দলের সংগঠনের দায়িত্ব বর্তেছে তৃণমূল বিধায়ক অর্ঘ্য রায় প্রধানের উপর। মঙ্গলবারই এলাকায় তৃণমূল কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন তিনি।বুধবার সকালে একটি চিঠি আসে বিধায়কের বাড়িতে।

the warning to director of tmc
নিজস্ব চিত্র

চিঠিতে লেখা ছিল, ‘খুব গোপনীয় খবর, আপনি খুব সাবধান থাকবেন আর কোনক্রমে মেখলিগঞ্জে যাবেন না।মিটিং মিছিলে যাবেন না, ঘটনা ঘটবে।’ এলাকার বিধায়ককে লেখা চিঠির কথা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় কোচবিহারের মেখলিগঞ্জে।

আরও পড়ুনঃ বিজেপির বিরুদ্ধে খুনের হুমকি পোস্টার,গোষ্ঠীদ্বন্দ্ব মত তৃণমূলের

বিধায়ক অর্ঘ্য রায় প্রধান বলেন, নির্বাচনের পর থেকে জেলাজুড়ে অশান্তির পরিবেশ তৈরি করেছে বিজেপি। দলীয় দায়িত্ব পাওয়ার পর সংগঠনকে নতুনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছি।আর তাতেই ভয় পেয়ে এই হুমকি চিঠি পাঠিয়েছে বিজেপি কর্মী-সমর্থকরা।অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।কোচবিহারের পুলিশ সুপার অভিষেক গুপ্তা জানিয়েছেন, বিধায়ককে হুমকি দিয়ে চিঠি পাঠানোর খবর পেয়েছেন।ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

এদিকে, আজ কোচবিহারে তৃণমূল কংগ্রেসের পাঁচ জনের এক প্রতিনিধি দল এসে পৌঁছান। আজ তাঁদের জেলার বিভিন্ন রাজনৈতিক সন্ত্রাস কবলিত এলাকায় ঘুরে বেড়ান বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here