পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
ইভটিজিং করার প্রতিবাদ করাতে কেড়ে নেওয়া হল এক ছাত্রীর মোবাইল ফোন। দেওয়া হল প্রানে মেরে ফেলার হুমকি।
ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার চেরামাটি গোয়ালগাঁও এলাকায়। রায়গঞ্জ মহিলা থানায় লিখিত অভিযোগ নির্যাতিতা ছাত্রীর। ঘটনার তদন্তে রায়গঞ্জ মহিলা থানার পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়।
নির্যাতিতার সুত্রে জানা গেছে, বছর দু’এক আগে ধর্ষনের চেষ্টা করে এলাকাবাসীর হাতে ধরা পড়ে স্থানীয় যুবক রসুল মহাম্মদ।
ওই ঘটনা এখনও রায়গঞ্জ আদালতে বিচারাধীন। অভিযোগ এরপর থেকেই নির্যাতিতা ছাত্রীকে পড়তে যাওয়া আসার পথে মাঝেমধ্যেই পথ আগলে হেনস্তা করার পাশাপাশি সমানে ইভটিজিং করেই চলছিল রসুল মহম্মদ নামে ওই যুবক। এর আগে একবার নির্যাতিতা ছাত্রীর মোবাইল ফোন ভেঙেও দেয় ওই যুবক।
রবিবার সন্ধ্যায় টিউশন থেকে ফেরার পথে পথ আগলে দাঁড়িয়ে রসুল মহম্মদ ওই ছাত্রীর সাথে অশালীন আচরন করার পাশাপাশি তার মোবাইল ফোনটি কেড়ে নেয়। শুধু তাই নয় কাউকে জানালে প্রানে মেরে ফেলার হুমকিও দেয় ওই যুবক।
আরও পড়ুনঃ হুমকি ফোনের পর রেস্তোরাঁয় বোমাবাজি, আতঙ্ক বর্ধমানে
এরপরই সোমবার রায়গঞ্জ মহিলা থানায় রসুল মহম্মদ নামে ওই যুবকের বিরুদ্ধে রায়গঞ্জ মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতা ছাত্রীর পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ মহিলা থানার পুলিশ। পুলিশে অভিযোগ হতেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত।
নির্যাতিতা আতঙ্কগ্রস্ত ওই ছাত্রী ও তার পরিবার সুবিচার এর দাবী জানিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584