মাছ চুরিতে বাধা,পঞ্চায়েত প্রধানকে প্রাণে মারার হুমকি বিজেপি সদস্যের

0
59

শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ

সরকারি অনুমতির তোয়াক্কা না করেই বলপূর্বক পঞ্চায়েতের বিল থেকে মাছ তুলে বিক্রি করার অভিযোগ বিজেপির পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। বাধা দেওয়ায় লাঠিসোটা নিয়ে প্রাণে মারার হুমকি পঞ্চায়েত প্রধানকে। ঘটনায় বালুরঘাট থানায় অভিযোগ দায়ের।

warning to panchayat president | newsfront.co
নিজস্ব চিত্র

পঞ্চায়েত সূত্রে জানা গেছে, বালুরঘাট ব্লকের ৫ নম্বর ভাটপাড়া পঞ্চায়েতের বেশ কয়েকটি পুকুর ও বিল রয়েছে। প্রতিবারই এই বিলগুলো টেন্ডার ঢেকে দেওয়া হয় মাছ চাষ করার জন্য।

গত পঞ্চায়েত ভোটের পর প্রশাসনিক নানা সমস্যার কারণে সেই টেন্ডার ডাকা হয়নি,রয়েছে পঞ্চায়েতের দায়িত্বে। ভাটপাড়া পঞ্চায়েতে কালাইবাড়ি সংসদে রয়েছে পাঁচটি বিল।

আরও পড়ুনঃ  বিজেপি নেতাকে খুনের হুমকি দিয়ে পোস্টার শিলিগুড়িতে

অভিযোগ, শুক্রবার দুপুরে কালাই বাড়ি এলাকায় কালীদহ বিলে অনুমতি ছাড়াই মাছ ধরতে যায় এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্য মীরা মন্ডল ও তার ছেলে সহ দলবল।

সে সময় পঞ্চায়েত প্রধান জয়ন্তী পাহান ও তার লোকেরা মাছ ধরতে মানা করলে লাঠিসোটা নিয়ে তাদের তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

এমনকি প্রাণে মারার হুমকি দেয় বলে জানান প্রধান। অভিযোগ কালিবাড়ি সংসদের বিজেপি সদস্য মীরা মন্ডল ও তার দল প্রায় ১০ কুইন্টাল মাছ তুলে বিক্রি করে দেয়। ঘটনায় পুলিশের দ্বারস্থ হয় ৫ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। অভিযোগ দায়ের করা হয় মীরা মন্ডল সহ ৫ জনের বিরুদ্ধে।

অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে জানায় সদস্য মীরা মন্ডল। তিনি বলেন আমাদের বদনাম করতেই ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হচ্ছে।

অপরদিকে প্রধান জয়ন্তী পাহান জানান, সুষ্ঠুভাবে কাজ পরিচালনায় বাধা দিতেই এবং পঞ্চায়েতের বদনাম করতেই বিজেপির তরফ থেকে এ ধরনের পদক্ষেপ নিচ্ছেন। এর সুবিচার চেয়ে থানায় দ্বারস্থ হয়েছেন তারা।

পাশাপাশি এলাকার অপর এক পুকুর থেকে মাছ চুরি যাচ্ছে বলে জানান এলাকার এক গৃহবধূ। তিনি বলেন, বিজেপি সদস্য মীরা মন্ডলের ছেলে ও এলাকার অপর এক ব্যক্তি সুজয় দাস মিলে তার পুকুরের মাছ বিক্রি করে দিচ্ছে। অভিযোগ জানিয়েছেন বালুরঘাট থানায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here