মনিরুল হক, কোচবিহারঃ
বিজেপি কর্মীদের প্রাণ নাশের হুমকি দিয়ে পোষ্টার লাগানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা ১ নং ব্লকের কুর্ষামারির নেন্দারপার এলাকায়। পোস্টারে লেখা রয়েছে, ‘যারা যারা বিজেপি করে তাঁদের সবাইকে খুন করা হবে, কাউকে ছাড়া হবে না। নিচে লেখা রয়েছে বিজেপি হটাও’।ওই ঘটনায় অভিযোগের তির তৃনমূলের দিকে। হুমকি পোষ্টার লাগানোর ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে বিজেপি কর্মীরা।
ওই এলাকার এক বিজেপি কর্মী বলেন, “সকালে তারা জানতে পারেন এলাকার গাছে হুমকি পোষ্টার লাগানো হয়েছে। এই খবর জানার পরেই ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখি গাছে বিজেপির কর্মীদের বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি দিয়ে পোষ্টার লাগানো। এবং বিজেপির দলীয় পতাকা পড়ানো হয়েছে। পাশাপাশি কুশপুতুল বানিয়ে তা ফাঁসিতে ঝোলানো হয়েছে।”
যদিও তাঁদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃনমূল। কুর্ষামারির তৃণমূল নেতা যুল জেলাল মিয়া বলেন, “এই অভিযোগ ভিত্তিহীন তৃণমূলের কেউ এমন কাজ করেনি।” তাঁর দাবি, “বিজেপি প্রচারের আলোয় আসতে এমন কাজ করেছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584