পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালের প্রবেশপথে সামান্য বৃষ্টিতেই জল জমে যাচ্ছে।এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ রোগী ও তাঁদের আত্মীয় পরিজনেরা।
তাঁদের অভিযোগ,স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল চত্বরে দশতলা বিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণ করা হলেও আশপাশের পরিকাঠামোর উন্নতি ঘটানো হয়নি।সে কারণে প্রতিবছর সামান্য বৃষ্টিতেই হাসপাতালে ঢোকার মুখে জল জমে যায়।
আরও পড়ুনঃ জলমগ্ন মুখ্যমন্ত্রীর সভার মাঠ
সামান্য সেই পথ পেরোতে নাকাল হতে হয়ে তাঁদের।ওই জায়গাটুকু পার হতে টোটো ভাড়া করে যেতে হচ্ছে রোগী ও তাদের আত্মীয়দের।বাইকে বা সাইকেলেও ওই জায়গা পার হতে গিয়ে বিপদে পড়তে হচ্ছে।অবিলম্বে এই সমস্যা সমাধানের দাবি তুলেছেন তাঁরা।
দূর দূরান্ত থেকে আসা রোগীদের আত্মীয় পরিজনেরা বলেন,হাসপাতাল চত্বরে নিকাশি ব্যবস্থার উন্নতি না করা হলে এই সমস্যা মিটবে না।এ ব্যাপারে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার সুরজিৎ মুখোপাধ্যায় বলেন,পূর্ত দপ্তরের পক্ষ থেকে হাসপাতাল চত্বরে পরিকাঠামগত উন্নতি ঘটানো হচ্ছে।কিছুদিনের মধ্যেই এই সমস্যা মিটে যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584