সামান্য বৃষ্টিতেই উপচে পড়া নর্দমার জলে ভাসে রাস্তা

0
65

সুদীপ পাল,বর্ধমানঃ

নোংরা জল যাওয়ার জন্য নর্দমা করা আছে। অথচ নর্দমা পরিষ্কার না থাকার ফলে সেই নোংরা জল উপচে পড়ে রাস্তায়। দীর্ঘদিন সংস্কার না হওয়ার ফলে মজে গিয়েছে নর্দমা।

 water of drain cover to the road | newsfront.co
জল থৈথৈ।নিজস্ব চিত্র

জল নিকাশি তো দূরের কথা সামান্য বৃষ্টি হলে সেই নোংরা জলে বিপাকে পড়েন পথচলতি মানুষ থেকে বিদ্যালয়ে পড়ুয়া সকলেই। তার কারণ যাওয়ার রাস্তাতেই সেই জল পরিপূর্ণ হয়ে যায়।

মজে যাওয়া নর্দমা সংস্কার না হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের।পশ্চিম বর্ধমানের বুদবুদ বাজারের ঘটনা। ব্যবসায়ীরা বলছেন বুদবুদ বাজারের ওপর নির্ভর করেন পানাগড়ের সেনা বাহিনীর কর্মীরা। সেনাবাহিনীর জাওয়ানরা ভাড়া থাকেন এখানে।

water of drain cover to the road | newsfront.co
নিজস্ব চিত্র

ফলে নিত্য প্রয়োজনীয় জিনিস তাঁরা বুদবুদ থেকে সংগ্রহ করেন। বাজারটি বড়। রয়েছে বড় মাছের বাজার। ফুটপাতের ধারে বসে অনেকে ব্যবসা করেন কিন্তু নর্দমার জল রাস্তায় এসে পড়ায় এই ব্যবসায়ীদের ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, নর্দমার জল যেমন দুর্গন্ধ তেমনি ওই জলে মশা মাছির উপদ্রব বাড়ছে। প্রশাসনের নজরে এনেও কোন লাভ হয়নি বলে তাঁদের অভিযোগ।

বুদবুদ চেম্বার অফ কমার্সের সভাপতি রতন সাহা বলেন, নোংরায় জমে গিয়েছে নিকাশি নালাটি। বছরে একবার সাফাই হয়। কোন কোন বছর তাও হয় না। নিকাশি সংস্কারের জন্য তাঁরা স্থানীয় পঞ্চায়েত জানালেও কোন কাজ হয়নি। বিষয়টি নিয়ে স্থানীয় গলসি ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অনুপ চট্টোপাধ্যায় বলেন, বিষয়টি নজরে এসেছে। দ্রুত নিকাশি ব্যবস্থার সংস্কার করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here