শিব শংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ

গত পঞ্চায়েত ভোটে জেতার পর দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় ৪০টা পঞ্চায়েত দখল করে তৃনমূল কংগ্রেস।তৃনমূল তপন ব্লকের আউটিনা পঞ্চায়েত দখল করার পরই একশো দিনের কাজে ব্যাপক দূর্নীতির অভিযোগ উঠল এই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে।


আরও পড়ুনঃ আর্থিক দূর্নীতির অভিযোগে ক্ষোভের মুখে স্থানীয় তৃণমূল নেতা
আসল জব কার্ডধারীর অধিকাংশ টাকা না পেলেও, মৃত কিংবা ভিন রাজ্যে থাকা ব্যক্তি সহ অন্যান্যদের অ্যাকাউন্টে টাকা ফেলা হয়েছে।পঞ্চায়েত কর্তৃপক্ষই এলাকার কিছু সাগরেদদের নিয়ে লক্ষ লক্ষ টাকা হরফ করছে বলেই অভিযোগ বহু জব কার্ডধারী গ্রামবাসীর এবার সেই সুরেই টানলো বিরোধী বিজেপি।বিষয়টি নিয়ে ব্লক ও জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানানো হয়।
জানাগেছে, দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের অন্তর্গত আউটিনা গ্রামপঞ্চায়েত।১২ টি আসনের মধ্যে ১ টি বাম এবং ১১ টি তৃণমূলের। এই গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষর বিরুদ্ধে একশো দিনের কাজের টাকা কায়দা করে হরফ করার অভিযোগ উঠেছে।অনলাইন থেকেই টাকা প্রাপকদের নামের তালিকা বের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে।সেখানে জব কার্ড নেই এমন ব্যক্তির অ্যাকাউন্টে হাজার হাজার টাকা ফেলা হয়েছে।আবার যাদের এই কার্ড রয়েছে তাদের বহু মানুষ আজও টাকা পাননি অথচ একশো দিনের কাজ করেছে।
অভিযোগ অনুযায়ী, জব কার্ড নেই এমন অন্তত ২৫ জনের অ্যাকাউন্টকে ব্যবহার করে টাকা ফেলা হয়েছে।এমন তালিকায় রয়েছে দুই মহিলা। যারা সম্পর্কে দুই বোন।এদের একজন গৃহ বধূ এবং একজন স্কুল ছাত্রী।তারা জব কার্ডধারী না হলেও তাদের একাউন্টে ১২ হাজার ২২৪ টাকা ঢুকেছে গত ২০১৮ লিষ্ট অনুযায়ী।পাশাপাশি ওই এলাকার এক মৃত ব্যক্তি,দিল্লি নিবাসী এক মহিলা,একজন হাতুড়ে চিকিৎসকের একাউন্টে হাজার হাজার টাকা ফেলা হয়েছে।অথচ তারা কেউই জব কার্ডধারী নয় বলেই দাবি।এইভাবে বহু টাকা ভিন্ন অ্যাকাউন্টে ফেলে তা হরফ করা হয় বলে অভিযোগ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584