জেলাশাসকের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ বিশেষ চাহিদা সম্পন যুগল

0
70

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ

wedding in front of District Magistrate | newsfront.co
নিজস্ব চিত্র

জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এস -এর উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়লো বাঁকুড়ার বিষ্ণুপুরের একটি হোমের আবাসিক ,বিশেষ চাহিদা সম্পন্ন এক যুবতী।শুক্রবার বাঁকুড়া শহর সংলগ্ন এক্তেশ্বর শিব মন্দিরে আশ্রমপাড়ার দেবাশীষ দাস নামে এক ছোটো ব্যবসায়ীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি।দেবাশীষ নিজেও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ।

নিজস্ব চিত্র

জেলা সমাজ কল্যান দপ্তর সূত্রে জানানো হয়েছে, বাঁকুড়া সদর থানার আঁচুড়ি গ্রাম পঞ্চায়েতের কল্যানপুর গ্রামে বাড়ি ছবির।

মুকুল ব্যানার্জী, সমাজ কল্যান দফতরের কর্মী।নিজস্ব চিত্র

বেশ কয়েক বছর আগে তার বাবা, মা দু’জনেই মারা যান।এই অবস্থায় সে বাঁকুড়া শহরের এক শিক্ষিকার বাড়িতে কিছুদিন পরিচারিকার কাজ করে। কিন্তু কোন কারনে মনোমালিন্য হওয়ার কারণে সেখান থেকে বেরিয়ে চলে আসে সে।

ডঃ উমাসঙ্কর এস,জেলাশাসক।নিজস্ব চিত্রপরে সমাজকল্যান দফতরের প্রতিনিধিদের মাধ্যমে শহরের নেতাজী হোমে থাকতে শুরু করে।সাম্প্রতিক সময়ে তাকে বিষ্ণুপুরের একটি হোমে স্নানান্তরিত করা হয়।ইতিমধ্যে বাঁকুড়া শহরের আশ্রম পাড়ার বাসিন্দা দেবাশীষ দাসের বাবা জেলা সমাজ কল্যান দফতরের ছেলের বিয়ে দিতে চেয়ে যোগাযোগ করেন।

জেলা প্রশাসন ও সমাজ কল্যান দফতরের যৌথভাবে দেবাশীষ দাসের বিষয়ে খোঁজ খবর নেওয়ার পর বিয়ের ব্যাপারে সম্মতি দেন।অবশেষে এদিন জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এস, অতিরিক্ত জেলাশাসক, সমাজ কল্যান দপ্তরের আধিকারিক, হোম কর্ত্তৃপক্ষ ও দেবাশীষের পরিবারের উপস্থিতিতে এক্তেশ্বর শিব মন্দিরে চার হাত এক হলো।

জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এস দু’জনের সুখী জীবন কামনা করে বলেন, আমরা চেষ্টা করবো যদি কোনভাবে কাজের সুযোগ তৈরী করে দেওয়া যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here