নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
বিহার পাচারের আগেই প্রায় ২৫০ বোতল দেশি ও বিদেশি মদ সহ চার পাচারকারিকে গ্রেফতার করল পুলিশ।ধৃতদের কাছ থেকে তিনটি মোটর বাইক বাজেয়াপ্ত করা হয়।
সোমবার রাতে মালদার হরিশ্চন্দ্রপুর থানার বাংলা বিহার সীমান্ত এলাকা থেকে ধৃতদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার ধৃতদের মালদহ জেলা আদালতে পেশ করে পুলিশ।
আরও পড়ুনঃ গোপন খবরের ভিত্তিতে মদ উদ্ধার ইসলামপুরে
গোপন সুত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ হানা দেয় বাংলা বিহার সীমান্ত এলাকায় ৮১ নম্বর জাতীয় সড়কের উপর।বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানোর সময় তিনটি বাইক আটক করে।তল্লাশি চালিয়ে বাইকগুলি থেকে উদ্ধার করে প্রচুর দেশি ও বিদেশি মদ।বাইক সমেত গ্রেফতার করে চার জনকে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃতরা হল সংহরাজ মন্ডল বাড়ি রতুয়া থানা এলাকায়। দিপু মহালদার, বিকাশ মাঝি ও সুন্দর মাঝি তাদের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৪৯ বোতল দেশি ও বিদেশি মদ। তাদের কাছ থেকে তিনটি বাইক বাজেয়াপ্ত করা হয়। মঙ্গলবার ধৃতদের চাঁচল মহাকুমা আদালতে পেশ করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584