নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পুকুর থেকে উদ্ধার হল এক মাঝ বয়সী মহিলার মৃতদেহ। এর জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার ধামচা এলাকায়। মৃত মহিলার নাম পানমণি সোরেন (৪৫)। বাড়ি গোয়ালতোড়ের চামটুবাদে।
মৃতের স্বামী বৈদ্যনাথ সোরেন জানিয়েছেন, মৃতা পানমণি গত পরশু গোয়ালতোড়ের শিওড়বনিতে আদিবাসী মেলা দেখতে গিয়েছিল। তারপর আর বাড়ি ফিরে আসেনি সে৷ গত পরশু সন্ধ্যা থেকেই বাড়ির লোক খোঁজাখুঁজি করতে শুরু করে তাকে। কিন্তু কাল পর্যন্ত কোনও সন্ধান মেলেনি তার।
আরও পড়ুনঃ চা বাগানের নালা থেকে উদ্ধার যুবকের দেহ
এ দিকে শুক্রবার সকালে ধামচা গ্রামের একটি পুকুরে কিছু ভেসে থাকতে দেখে গ্রামবাসীরা। তারা গিয়ে ভাল করে লক্ষ্য করে দেখেন যে এক মহিলার মৃতদেহ ভাসছে। খবরটা এলাকায় ছড়িয়ে পড়তেই পানমণির বাড়ির লোকেরা গিয়ে মৃতদেহ শনাক্ত করে। জানা যায় মৃতদেহটি পানমণির।
খবর পেয়ে গোয়ালতোড় থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। ঘটনায় একদিকে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে তেমনই নেমে এসেছে বিষাদের ছায়া। উল্লেখ্য, গতকাল গোয়ালতোড়ের গোহালডাঙ্গাতে গাছে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। গত দু’দিনে দুটি মৃতদেহ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584