সেখপাড়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ঘিরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিক্ষোভ

0
117

খালিদ মুজতবা,মুর্শিদাবাদঃ

the women protest front of State-owned bank
নিজস্ব চিত্র

দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল ব্যাঙ্কে সময় মত অ্যাকাউন্ট খুলে দেওয়া হয় না।সেই সঙ্গে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের টাকা সময় মত দেওয়া হয় না।এই অভিযোগ তুলে রানীনগর থানার অন্তর্গত সেখপাড়ায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ঘেরাও করল কয়েকশো স্বনির্ভর গোষ্ঠীর মহিলা কর্মী।

আজ সকাল ১০ টায় ব্যাঙ্ক খুলতে গেলে দেখা যায় কয়েকশো স্বনির্ভর গোষ্ঠীর মহিলা ব্যাঙ্কের সামনে অবস্থান-বিক্ষোভ করছেন।তাদের দাবি এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে গেলে তাদের দিনের পর দিন ব্যাঙ্কের চক্কর কাটতে হয়।

সেই সঙ্গে লোন পাশ হওয়া সত্ত্বেও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের লোনের টাকা দিতে গড়িমসি করে ব্যাঙ্ক ম্যানেজার।এছাড়া বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ব্যাংকের সামনে সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েকশো স্বনির্ভর গোষ্ঠীর মহিলা কর্মীরা।

the women protest front of State-owned bank
নিজস্ব চিত্র

আব্দুল হাসিম নামের ব্যাংকের এক গ্রাহক জানান,এই রাষ্ট্রয়ত্ত ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে দিনের পর দিন হন্য হয়ে ঘুরতে হয় তাদের। সেই সঙ্গে তিনি অভিযোগ তোলেন গ্রাহকদের সঙ্গে ব্যাংক কর্মীদের ব্যবহার নিয়ে।

আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ বিজেপির

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর কর্মী নার্গিস খাতুন সংবাদমাধ্যমকে জানান, গোষ্ঠীর মহিলাদের লোন পাশ করিয়ে দেওয়ার জন্য বারবার বলা সত্ত্বেও দীর্ঘদিন ধরে লোন পাশ এর ব্যাপারে কোন রকম সহযোগিতা করছেন না ব্যাঙ্ক ম্যানেজার। তিনি আরো জানান এই সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে আরো বড় ধরনের বিক্ষোভের পথে নামবেন তারা।

ব্যাঙ্ক ম্যানেজার শান্তনু মুখার্জি সংবাদমাধ্যমকে জানান, পর্যাপ্ত পরিমাণে ব্যাঙ্ক কর্মী না থাকায় লোন পাশ এর ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে।তিনি মৌখিকভাবে জানান ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণে কর্মী নিয়োগ হলেই এ ধরনের সমস্যা ভবিষ্যতে আর হবে না৷বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে রানীনগর থানার বিশাল পুলিশবাহিনী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here