জোর কদমে গাছ কেটে চলছে গৌরাঙ্গ সেতু রেলগেটে ওভারব্রিজের কাজ

0
319

শ্যামল রায়,নবদ্বীপঃ

The work of overbridge in Gourang Bridge Railgate is being done on the cutting edge of tree
নিজস্ব চিত্র

ব্যান্ডেল কাটোয়া রেল শাখায় নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন রেল গেটে ওভার ব্রিজ তৈরির কাজ চলছে পুরোদমে।নবদ্বীপ রেল গেটের হেমাতপুর থেকে গৌরাঙ্গ সেতু রেলগেট পর্যন্ত রাস্তার দু’পাশে যে গাছগুলো ছিল সেই গাছগুলো কেটে ফেলা হচ্ছে।

আরও পড়ুন: আশ্রম থেকে চন্দ্রবোড়া সাপ উদ্ধার

সোমবারও দেখা গেল গৌরাঙ্গ সেতু রেলগেট পুরানো টোল ট্যাক্সের কাছেও পুরনো গাছগুলো কেটে ফেলার কাজ চলছে। গৌরাঙ্গ সেতু ঘোষ পাড়ার কাছে পর্যাপ্ত পরিমাণ মাটি ফেলে উঁচু করার কাজও শুরু হয়ে গিয়েছে।
অর্থাৎ নবদ্বীপ গৌরাঙ্গ সেতু থেকে পূর্ব বর্ধমানের হেমাতপুর পর্যন্ত রাস্তার কাজ চলছে পুরোদমে ।
জানা গিয়েছে যে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে এই ওভার ব্রিজের কাজটি হবে।

The work of overbridge in Gourang Bridge Railgate is being done on the cutting edge of tree
নিজস্ব চিত্র

দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল যে ব্যান্ডেল কাটোয়া রেল শাখায় চৈতন্য ভূমি নবদ্বীপ রেল গেটে ব্যাপক যানজট তৈরি হয়। আপ এবং ডাউন মিলে প্রচুর ট্রেন যাতায়াত করার ফলে দীর্ঘক্ষন ধরে যানবাহন থেকে শুরু করে সাধারণ যাত্রীদের অপেক্ষা করতে হয়। তাই ওভার ব্রিজ তৈরি হলে যানজট ঠেকে মুক্তি পাবে সাধারণ মানুষ।

The work of overbridge in Gourang Bridge Railgate is being done on the cutting edge of tree
নিজস্ব চিত্র

তবে কাছাকাছি যাদের দোকান ছিল তারা সমস্যায় পড়েছে। তারা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here