শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
মানব পাচারের শিকার এমন ভুক্তভোগীদের আইনি পরিষেবা এবং নানান ধরণের সহায়তা দেবার জন্য অনুষ্ঠিত হল একদিনের কর্মশালা । জাতীয়স্তরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘শক্তিবাহিনী’ দিল্লির উদ্যোগে এবং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ দক্ষিণ দিনাজপুরের সহায়তায় বালুরঘাট জেলা কালেক্টরেট বিল্ডিংয়ের কনফারেন্স হলে।
এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা সমাহর্তা প্রণব ঘোষ এবং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক সৌমেন্দ্রনাথ মহাশয়।
শক্তিবাহিনীর ডিরেক্টর রবিকান্ত বলেন,দক্ষিণ দিনাজপুর জেলার মানব পাচার রুখতে জেলার আইনজীবী,চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, জুভেনাইল জাস্টিস বোর্ড, চাইল্ড প্রোটেকশন ইউনিটের সঙ্গে আজকের এই কর্মশালার আয়োজন।
আরও পড়ুনঃ বিচিত্রা-র শিশু-কিশোর নাট্য কর্মশালা
উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর সুভাষ চাকী, জুভেনাইল জাস্টিস বোর্ডের প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট নিরুপমা দাস ভৌমিক,সদস্য গীতি আগরওয়াল,সুব্রতা ঘোষ,বালুরঘাট কোর্টের বিশিষ্ট আইনজীবী বিদ্যুৎ রায়, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন দেবাশিস মজুমদার,চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য, সূরজ দাশ,স্বপ্না সাহা,মৈত্রী চক্রবর্তী,শিউলি সরকার , প্রোটেকশন অফিসার তরুণ সামন্ত, ডিস্ট্রিক চাইল্ড প্রোটেকশন অফিসার জয়িতা মুখার্জী, শুভায়ন হোম সুপার দাওয়া দর্জি শেরপা প্রমুখ।
এই কর্মশালায় বালুরঘাট আইন মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করেন।জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক সৌমেন্দ্র নাথ বলেন,জেলার ট্রাফিক ভিকটিমদের সহায়তা দেবার জন্য আইনি পরিষেবা সর্বদা প্রস্তুত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584