নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলিকে ন্যাক (NAAC) আওতাভুক্ত করার লক্ষ্যে আজ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে একদিনের একটি কর্মশালার আয়োজন করা হয় ন্যাক এর পক্ষ থেকে।এই কর্মশালার উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার জয়ন্ত কুমার নন্দী,অধ্যাপক সুব্রত কুমার দে সহ অন্যান্য বিশিষ্ট শিক্ষানুরাগীগন। এদিনের কর্মশালায় ন্যাক এর তরফে উপস্থিত ছিলেন প্রিয়া নারায়ণন। কর্মশালায় আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রতিনিধিদের এদিন জানানো হয়, ন্যাকের অধীনে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি না থাকে,সেক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি।
আরও পড়ুনঃ নির্বাচক তালিকা যাচাই বিষয়ে সাংবাদিক কর্মশালা
পাশাপাশি ন্যাকের অধীনে থাকলে কি ধরনের সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায়। এমনকি ব্যাংকে ঋণ নিতে গেলেও কোনো ন্যাক অধীনস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী হওয়া জরুরি বলেও জানান প্রিয়া দেবি।তিনি আরও বলেন, এদিনের কর্মশালায় শিক্ষা প্রতিষ্ঠান গুলির বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করা হয়।উপাচার্য রঞ্জন চক্রবর্তী বলেন,শিক্ষা সুষ্ঠভাবে চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলিকে ন্যাকের অধীনস্ত হওয়া খুবই জরুরি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584