নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পগুলি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে জেলার লোক শিল্পীদের নিয়ে একটি কর্মশালা আনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার মালদা টাউন হলে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন,মালদা জেলার অতিরিক্ত জেলা শাসক(জেলা পরিষদ) অরুন কুমার রায়,মালদা জেলা পরিষদের সহকারি সভাধিপতি চন্দনা সরকার,জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা সিং সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্তারা।
আরও পড়ুনঃ লোকশিল্পীদের কর্মশালা
এদিনের এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্তের প্রায় তিন শতাধিক লোক শিল্পীরা উপস্থিত হন। এদিনের কর্মশায় মূলত লোক শিল্পীদের সরকারি বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পগুলি নিয়ে গান রচনার কথা বলা হয়। এমনকি জেলার প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষকে সচেতন করতে লোক সংস্কৃতি ও গানের মধ্যে দিয়ে সেগুলির প্রচারের জন্য বলা হয়।এদিন বিভিন্ন দপ্তরের কর্তারা তাদের উন্নয়মূলক প্রকল্পগুলি ও তার সুযোগ সুবিধা গুলি শিল্পীদের সামনে তুলে ধরেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584