সাংবাদিকদের নির্বাচনী বিধিনিষেধ সম্পর্কিত কর্মশালা

0
69

শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ

The workshop of journalist
কর্মশালা।নিজস্ব চিত্র

সামনেই লোকসভা নির্বাচন। গোটা দেশের সাথে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শুরু হয়েছে তার প্রস্তুতি।আসন্ন লোকসভা নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা ও বিধিনিষেধ বিষয়ে শুক্রবার বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হল
জেলা সমাহর্তার দপ্তরের কনফারেন্স হলে।দুপুর ২.৩০মিনিট নাগাদ এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক,জেলা তথ্য ও সংস্কৃতিক দপ্তরের আধিকারিক সহ বিশিষ্ট জনেরা।

এছাড়াও জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন এই কর্মশালায়।লোকসভা নির্বাচনের মিডিয়া সংক্রান্ত গাইড লাইনের বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে মূলবিষয় বস্তু তুলে ধরেন জেলা তথ্য ও সংস্কৃতিক দপ্তরের আধিকারিক শান্তনু চক্রবর্তী ।

আরও পড়ুন: বিদ্যালয় নিরাপত্তা ও বিপর্যয় মোকাবিলা নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন

মূলত পেইড নিউজ, উস্কানিমূলক খবর পরিবেশনের ক্ষেত্রে সাবধানতা ও বিধিনিষেধ সহ নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা কেমন হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এদিন। আর এই সমস্ত বিষয়ে নজর দারির জন্য একটি বিশেষ কমিটি গঠিত হবে বলেই অতিরিক্ত জেলা শাসক জানান।

পাশাপাশি সাংবাদিকদের ভোট কেন্দ্রের একশ মিটারের মধ্যে ভোটারদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকছে বলেই জানান হয়েছে।এবিষয়ে সাংবাদিকরা জানান, জেলা প্রশাসনের অত্যন্ত ভালো উদ্যোগ এটি।এই কর্মশালার মাধ্যমে অনেক বিষয়ে অবগত হওয়া গেল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here