পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
প্রান্তিক যৌন সংখ্যালঘু মানুষদের জন্য সংবাদ মাধ্যমকে সচেতন করলো দিনাজপুর নতুন আলো নামে একটি সমাজ কল্যাণ মূলক সংস্থা।রবিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের পথ সাথিতে ওই সংস্থার তরফে আয়োজিত ওই কর্মশালায় দিনাজপুর নতুন আলোর সম্পাদক তথা ভারতবর্ষের প্রথম রূপান্তরকামী লোক আদালতের বিচারক জয়িতা মন্ডল জানান,আমরা এখন আইনের কাছে স্বীকৃত।
যারা নারী কিংবা পুরুষ নয়,কিংবা সমকামী,রূপান্তরকামী তাঁদের মতো ওই কমিউনিটির অনেককে নিয়ে সমাজের কাছে রীতিমতো ভুল তথ্য পরিবেশিত হচ্ছে।রূপান্তরকামীদের অনেকেই হিজড়ে বলছে।কিন্তু তাদের সঙ্গে অনেক পার্থক্য আছে হিজড়েদের।হিজড়ে একটা বৃত্তি।এসব ধারণা পরিষ্কার করতেই সংবাদ মাধ্যমের পাশাপাশি এলাকার সমাজকর্মী এবং সাধারণ মানুষদের নিয়ে কর্মশালার আয়োজন করেন তারা।
আরও পড়ুনঃ সাংবাদিকদের নির্বাচনী বিধিনিষেধ সম্পর্কিত কর্মশালা
কলকাতার সম্ভাবনা সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন রায়না রায়।তিনি বলেন,সমাজ যদি অগ্রগতির দিকে এগিয়ে যায় তবে এই বিজ্ঞান সম্মত বিষয়টিকে এড়িয়ে কোনও ভাবেই নয়। তাই অবহেলায় নয় বরং স্বাভাবিক ভাবে আর পাঁচজনের মতো তারাও সমাজকে এগিয়ে নিয়ে যেতে চান।বাঁচতে চান সবার মতো করে।সেই অধিকারকে প্রতিষ্ঠিত করতেই এভাবেই সংবাদ মাধ্যম সহ অন্যান্যদের নিয়ে এদিন এই কর্মশালার আয়োজন।
এদিন তারা তাদের বিভিন্ন সমস্যা এবং কার্যকারিতা তুলে ধরেন সবার কাছে।সমাজিক বিবর্তনের মাধ্যমেই তারাও এগিয়ে যেতে চান সমাজের মূল স্রোতের দিকে।এদিন কলকাতার সম্ভাবনা সংস্থার রায়না রায় কে সংস্থার পক্ষ থেকে সম্মানিত বকর হয়।
সমাজ কল্যাণমূলক কাজের পাশাপাশি এই বিষয়গুলোকেও গুরুত্ব দিয়ে সাধারণ মানুষের কাছে তুলে ধরেন বা পৌঁছে দেন এমন একটি সংস্থা “ইসলামপুর নাগরিক সুরক্ষা মঞ্চ” এবং অপর একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘শহরনামা’।তাদেরকেও সংবর্ধনা জানানো হয় এদিন। এছাড়াও ইসলামপুরের ইসলামপুর মহকুমা প্রেস ক্লাব এবং ইসলামপুর জার্নালিস্ট ক্লাবের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584