পৃথিবীর নিঃসঙ্গ বাড়ি

0
196

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

পৃথিবীর সবথেকে একা বাড়ির খোঁজ মিলল এবার। চারদিকে ঘন নীল জলরাশি। তার মাঝে সবুজে মোড়া ছোট্ট একটি পাহাড়ি দ্বীপ। আর সেই দ্বীপেই রয়েছে একটিমাত্র সাদা ছোট বাড়ি।

The Lonely house | newsfront.co

সম্প্রতি ইন্টারনেটে নিঃসঙ্গ এই বাড়িটির ছবি ভাইরাল হয়েছে। আর তাতেই বেড়েছে নেটিজেনদের কৌতুহল। অনেকেই জানতে চেয়েছেন, বাড়িটির মালিকানা এবং দ্বীপের অবস্থান।

Lonely house in Sarah Island | newsfront.co

সারা দ্বীপে এই একটিই বাড়ি থাকায় কৌতূহল জন্ম দিয়েছে রকমারি অদ্ভূত কল্পনারও। এই বাড়িটিই ‘‌পৃথিবীর সব থেকে একা বাড়ি’‌ বলে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছে নেটিজেনরা।

আরও পড়ুনঃ ১০০ বছরের মধ্যে ২০২০ সাল সবচেয়ে খারাপ, বলল টাইম ম্যাগাজিন

Sarah Island | newsfront.co

তবে সব জল্পনার অবসান ঘটিয়ে একটি ব্রিটিশ সংবাদপত্র বলছে, দক্ষিণ আইসল্যান্ডের এলিডে দ্বীপে অবস্থিত ওই বাড়িটি। ওই বাড়িটি এলিডে শিকার সংস্থার মালিকানাধীন। ওই দ্বীপে ওই সংস্থার যে সদস্যরা শিকারে যান, তাদের আশ্রয়ের জন্যই ১৯৫০ সালে তৈরি হয়েছিল ওই বাড়িটি।

আরও পড়ুনঃ ভারী তুষারপাতের জেরে জাপানে বিদ্যুৎহীন ১০ হাজার পরিবার

ভেস্টম্যানিয়ার দ্বীপপুঞ্জের প্রায় ১৮টি দ্বীপের মধ্যে ছোট্ট একটি দ্বীপ এলিডে। ওই দ্বীপে মোট পাঁচটি পরিবার থাকত। শেষ পরিবারটি ১৯৩০ সালে ওই দ্বীপ ছেড়ে চলে যায়। তবে তারপর থেকে কেন ওই দ্বীপে কোনো বসতি গড়ে ওঠেনি তা নিয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি সংবাদপত্রটি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here