নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
লোক শিল্পীদের নিয়ে অভিনব কায়দায় এক বর্ণাঢ্য প্রভাত ফেরীর মাধ্যমে বাংলা নববর্ষকে স্বাগত জানালো ইংরেজবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
সোমবার সকাল ৮টা নাগাদ, মালদা শহরের সিঙ্গাতলা এলাকা থেকে এই বর্ণাঢ্য প্রভাত ফেরী শুরু হয়। প্রভাত ফেরিতে অংশ নেন ওয়ার্ড কাউন্সিলর সুমিতা ব্যানার্জি, বিশিষ্ট সমাজসেবী রমাপ্রসাদ ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। প্রভাত ফেরীতে অংশ নেন জেলার লোকশিল্পী ও আদিবাসী শিল্পীরা। বাংলা নববর্ষকে স্বাগত জানাতে প্রভাতফেরিতে মাঙ্গলিক ঘট এবং কলাগাছ নিয়ে ওয়ার্ডের বাসিন্দারাও প্রভাতফেরিতে অংশ নেন।
আরও পড়ুনঃ ভোট প্রচারে নববর্ষের প্রণাম
ওয়ার্ডের বিভিন্ন রাস্তায় ঢাকের তালে লোকশিল্পী ও আদিবাসী শিল্পীরা নাচ দেখিয়ে বর্ষবরণ করেন। ওয়ার্ডের খুদে বাসিন্দারাও রঙিন কাপড় পড়ে নববর্ষের এই প্রভাত ফেরীতে অংশ নেয়।
ওয়ার্ডের সমস্ত নাগরিককে নববর্ষের শুভেচ্ছা জানান ওয়ার্ড কাউন্সিলর সুমিতা ব্যানার্জি।তিনি বলেন,সকলের মঙ্গল কামনা করে বাংলা নব বর্ষকে বরণ করতে মঙ্গল ঘট ও কলাগাছ ব্যবহার করা হয়েছে প্রভাত ফেরিতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584