ফলতায় ৬৫তম রাজ্য বিদ্যালয় যোগাসন প্রতিযোগিতা

0
276

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

শরীরে রোগব্যাধি নেই এইরকম মানুষ বিরলতম। ৫ বছর থেকে শুরু করে নিয়মিত যোগ ব্যায়াম করাটা অত্যন্ত জরুরী।যোগ একশ্রেণীর ব্যায়াম।

the yoga competition | newsfront.co
নিজস্ব চিত্র

যা মন ও শরীরের সঙ্গে সংযোগ এবং উৎকর্ষ বৃদ্ধি করে।যোগ ব্যায়ামের সুবিধা হল মনের সঙ্গে শরীরের সম্পর্ক আরও দৃঢ় হতে সাহায্য করে।

সেটাকে পাথেয় করে পথ চলা।তিন ব্যাপি ৬৫ তম রাজ্য বিদ্যালয় যোগাসন প্রতিযোগিতা চলছে ফলতা ব্লকের মহিরামপুর হাইস্কুলে।জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদ পরিচালনায় ১১টি জেলার ২০০ জন মহিলা প্রতিযোগি অংশ নিয়েছে।

the yoga competition | newsfront.co
নিজস্ব চিত্র

তিন ধরনের যোগাসন প্রতিযোগিতায় তুলে ধরা হয়েছে।আটিস্টিক,রিথমিক ও গ্রুপ যোগাসন।যারা চাম্পিয়ান হবে তারাই জাতীয় স্তরে খেলবে।ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলা, বর্ধমান ও মুর্শিদাবাদ চাম্পিয়ান হয়েছে এই প্রতিযোগিতায়।

আরও পড়ুনঃ ৬৫ তম রাজ্য বিদ্যালয় সাঁতার প্রতিযোগিতায় জেলার জয়জয়কার

এরাই খেলবে জাতীয় দলে।১৪ থেকে ১৯ বছরের মেয়েরা প্রতিযোগিতায় অংশ নিয়েছে।এদিন উপস্থিত ছিলেন ফলতা ব্লকের শিক্ষার কর্মধ্যক্ষ আতিকুর মোল্লা,জেলা বিদ্যালয় জেলা ক্রীড়া সম্পাদক শুভেন্দু ঘোষ ও স্কুল শিক্ষকেরা।

একবিংশ শতাব্দিতে দাঁড়িয়ে কর্মব্যস্ত মানুষের সময় উপেক্ষা করে শরীর চর্চা একটা সমস্যা হয়ে দাড়িয়েছে।ফলে শরীরে বাঁধছে রোগ বাড়ছে মানসিক অবসাদ।তাই যোগের প্রতি মনযোগ বাড়াতে এমন উদ্দিপনা বলে দাবি শিক্ষা কর্মাধ্যক্ষের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here