নিজস্ব সংবাদদাতা,মালদাঃ
ফের চার লক্ষ ছিয়াত্তর হাজার টাকার জাল নোট সহ এক পাচারকারীকে গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দিল ভারতীয় সীমান্ত বাহিনীর জওয়ানেরা।
আরও পড়ুন: গোয়ালতোড়ে চব্বিশ ঘন্টার মধ্যেই ফের উদ্ধার মৃত হরিণ
বুধবার দুপুরে মালদহের বৈষ্ঞবনগর থানার শবদলপুর এলাকা থেকে ধৃতকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করে চার দিনের পুলিশি হেপাজতের আবেদন জানায় বৈষ্ঞবনগর থানার পুলিশ। গোপন সু্ত্রে খবর পেয়ে বুধবার দুপুরে ভারতীয় সীমান্ত বাহিনী ২৪ নম্বর ব্যাটেলিয়ানের জি ব্রাঞ্চের জওয়ানেরা হানা দেয় বৈষ্ঞবনগর থানা এলাকার সীমান্তবর্তী শবদলপুর এলাকায়।
ওই এলাকায় রাস্তার উপর সন্দেহজনকভাবে এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে জওয়ানেরা তাকে আটক করে। তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে উদ্ধার করে প্রচুর জালনোট। এদিন বিকেলে ধৃতকে বৈষ্ঞবনগর থানার হাতে তুলে দেয়। পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃত পাচারকারীর নাম ইকবাল শেখ(১৯), বাবা ইয়াসিন শেখ, বাড়ি বৈষ্ঞবনগর থানার চকদেওয়নাপুর কুশলপাড়া। এদিন তার কাছ থেকে উদ্ধার হয়েছে ২৩৮ টি দুই হাজার টাকার জাল নোট। পুলিশের প্রাথমিক অনুমান কাউকে জালনোট গুলি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল ধৃত যুবক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584