নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
জেলা বিদ্যালয় পরিদর্শক (মাঃ শিঃ) করনের উদ্যোগে পশ্চিম মেদিনীপুরে জেলা স্তরের যুব সংসদ, প্রশ্নোত্তর ও তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগীতা শুরু হল আজ থেকে। এদিন জেলা বিদ্যালয় পরিদর্শকের অডিটোরিয়ামে তিনদিন ব্যাপী এই প্রতিযোগীতার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র।
আরও পড়ুনঃ ফলতায় ৬৫তম রাজ্য বিদ্যালয় যোগাসন প্রতিযোগিতা
এছাড়াও উপস্থিত ছিলেন শালবনীর বিধায়ক শ্রীকান্ত মাহাতো, কর্মাধ্যক্ষ অমূল্য মাইতি, রমাপ্রসাদ গিরি, মামনি মান্ডি, প্রসেনজিৎ চক্রবর্তী, জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক চাপেশ্বর সরকার, জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) তরুন সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
তিনদিন ব্যাপী এই প্রতিযোগীতার যুব সংসদ বিভাগে ২৮ টি দল এবং প্রশ্নোত্তর, তাৎক্ষণিক বক্তৃতায় ৫৬ জন করে অংশ গ্রহন করবে বলে জানান, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) দফতরের আধিকারিক সন্দীপ দাশগুপ্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584