সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু হলো যুবকের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা ঢোলাহাট থানা এলাকায়।গরমের হাত থেকে বাঁচতে সকালের ঢোলা হাট বাজার থেকে একটি টেবিল ফ্যান কিনে দুপুর বারোটার সময় পাশের পাড়ায় মামার বাড়িতে ফেরে ঐ যুবক।সেই ফ্যান চালাতেই হয় বিপত্তি।বছর ত্রিশের শিবু জ্বালানি তড়িতাহত হয়ে পড়ে।
স্থানীয় সূত্রে খবর,শিবু পাঁচ বছর বয়স থেকে মামা সমীর মান্নার বাড়িতেই ছেলের মত মানুষ হয়।এখনো সেখানেই থাকতো। নিজের বাড়িতে বৃদ্ধ বাবা-মা আত্মীযয়ের মতো দেখতে আসতো। তার বাড়ি ঢোলাহাট থানার পূর্ব নাকালী ময়রাপাড়া এলাকায়।
আরও পড়ুনঃ ফ্যানের তারে লিক,বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু যুবকের
হঠাৎই ঘটে বিপর্যয়।ঘটনার সময় চোখের সামনে ভাগ্নেকে বিদ্যুৎপিষ্ট হওয়ার দৃশ্য দেখে অচৈতন্য হয়ে পড়েন মামা সমীর মান্না। মামী চিৎকার করতে থাকায় প্রতিবেশীরা দৌড়ে এসে জাম্পার ফেলে দেয়। পরে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে।চিকিৎসক যুবককে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।ঢোলাহাট থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে কাকদ্বীপের ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।এই মৃত্যুতে পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584